কলকাতা: লোকসভা ভোটের ফল প্রকাশের পরই বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Bishnupur BJP MP Soumitra Khan ) তৃণমূলে যোগ দিচ্ছেন বলে জল্পনা ছড়ায়। ভোটের ফল প্রকাশ হতেই তিনি বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে নানা বিস্ফোরক মন্তব্য করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা গিয়েছিল সৌমিত্র খাঁর গলায়। তাতেই সৌমিত্রর তৃণমূলে যোগদানের জল্পনা আরও তীব্র হয়। তৃণমূল সূত্রে দাবি করা হয়, রবিবার ২১ জুলাইয়ের (21 July of Trinamool) মঞ্চে সৌমিত্রকে দেখা যাওয়া যেতে পারে। সব জল্পনা উড়িয়ে দিয়ে এদিন সৌমিত্র বলেন, তৃণমূল চোর, বদমায়েশদের দল। ওই দলে আমার যোগ দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। কেউ কেউ গল্পের গরুকে গাছে তুলে দিচ্ছে।
আরও পড়ুন: আমরা ভোট করতে জানি না, ফের বেসুরো দিলীপ
বিষ্ণুপুরের সাংসদ ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, সৌমিত্র খাঁ যেখানে আছে, সেখানেই থাকবে। যাঁরা এই সব খবর ছাড়াচ্ছেন, তাঁদের বলতে চাই, দয়া করে সত্য খবর পরিবেশন করুন। আমি মিডিয়ার বন্ধুদের সম্মান করি। কিছু কিছু চ্যানেল নিজেদের টিআরপি বাড়ানোর জন্যে সৌমিত্র খাঁকে নিয়ে খবর করছেন, এটা খুব খারাপ। সৌমিত্র খাঁ লড়তে জানে। নরেন্দ্র মোদির প্রতি আমার অগাধ বিশ্বাস রয়েছে। দল ছাড়ার কোনও প্রশ্নই নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশের ৩ থেকে ৪ কোটি মুসলিমকে এই দেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে। তা হতে দেব না।মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিজেপি সাংসদ বলেন, মুখ্যমন্ত্রী এই রাজ্যকে গ্রেটার বাংলাদেশ করতে চাইছেন। তা হতে দেব না।
দেখুন ভিডিও