কলকাতা: আরজি করের ঘটনার প্রতিবাদে সরব সাধারণ মানুষ থেকে নেতা অভিনেতা শিল্পীরা। বিচার চেয়ে পথে নেমে রাত জেগেছে আট থেকে আশি সকলেই। এই ঘটনার প্রতিবাদে এবার সরব অভিনেতা সৌরভ দাস (Sourav Das)। আরজি করের প্রতিবাদে গান বাঁধলেন সৌরভ। তাঁর গলায় প্রতিবাদের সুর। প্রতিবাদের যে গানটা নিয়ে অভিনেতা আসছেন, তাঁর গানের লিরিক্সেও ঝাঁঝ।
সৌরভ প্রতিবাদ (Sourav Das Protest For RG Kar) আন্দোলন নিয়ে নিজের অনুভূতির কথা তুলে ধরেন। তিনি বলেন, রাতে বাড়ি ফেরার সময় রাস্তায দেখেন এক মহিলাকে প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে একা রাস্তায় দাঁড়িয়ে। কয়েকজন মেয়েকে মিছিল করে তিনি যেতে দেখেছেন। যা দেখে চোখে জল চলে আসে। এই শহরের মানুষই তাঁর অনুপ্রেরণা, এই মানুষগুলো প্রতিবাদের রূপ দেখিয়েছেন। এই জঘন্য অপরাধের শাস্তি চাই। যাঁরা দোষী, তাঁরা যদি শাসক দলের অংশও হন, তাহলে তাঁদেরই শাস্তি চাই।’
আরও পড়ুন: সুরক্ষা বন্ধু স্বরূপের দিকে আঙুল তুলল পরিচালকরা
সৌরভ যে গানটা বেঁধেছেন, তার লিরিক্স,
‘লক্ষ বছর ধরে চলে আসা গেম
শুধু মুখোশ বদলে যায় প্যাটার্নটা সেম
আগে ডাইনি লেবেল সেঁটে পুড়িয়ে দিত
আর এখন ট্রেণ্ডে গ্যাং আপ স্লাট শেম’…
অন্য খবর দেখুন