skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollআরজি কর কাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন সৌরভ
Saurav Ganguly

আরজি কর কাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন সৌরভ

বিচার পেতেই হবে, সৌরভ

Follow Us :

কলকাতা: আরজি কর (RG Kar Hospital) কাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)। সোমবার সৌরভ বলেন, সুপ্রিম কোর্টের আজকের অর্ডার দেখিনি। সুপ্রিম কোর্ট কী অর্ডার দিয়েছে জানি না। চাইব নন পলিটিক্যাল মানুষ যে ভাবে নেমেছে মেয়েটির বিচার হোক। দৃষ্টান্তমূলক বিচার হোক যাতে তার উদাহরণ তৈরি হবে। বিচার পেতে সময় লাগে। মানুষ যেভাবে মানুষের সঙ্গে থেকেছে দেখার মতো। এমন উদাহরণ তৈরি করতে হবে যা সারা পৃথিবীর দৃষ্টান্ত হতে পারে। যা ঘটেছে। বিচার পেতেই হবে। যে এই কাজটা করেছে তাকে শাস্তি দিতে হবে।

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)

 

RELATED ARTICLES

Most Popular