দক্ষিণ চব্বিশ পরগনা: ভাঙড়ে বিধানসভা উপনির্বাচনের প্রচারে সায়নী ঘোষ (Sayani Ghosh)। কর্মীদের উদ্দেশ্যে দিলেন কড়া বার্তা। প্রকাশ্য মঞ্চ থেকে সাংসদ অভিনেত্রী বলেন, ‘যারা দলকে বদনাম করার চেষ্টা করছে এবং যারা দলের নাম ভাঙিয়ে নিজেদের সাধ্য সিদ্ধি করার চেষ্টা করছে। এবং মানুষের নানান পরিষেবা দেবে বলে তাদের কাছ থেকে অর্থ নেওয়ার চেষ্টা করছে। তাদের জুতো পেটা করব কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক খেটে দল তৈরি করেছেন। তাই যারা নিজেদের পকেট ভরবে বলে তৃণমূল করছে তাদের স্থান তৃণমূলে নেই,’ বললেন সংসদ সায়নী ঘোষ।
আরও পড়ুন: শুক্রের সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! গুরুতর আহত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির
অপরদিকে বিধায়ক শওকাত মোল্লা বলেন, ভাঙ্গড়ে গরিব মানুষের জন্য ১৭ হাজার ঘর পাশ হয়েছে। সায়নী বলেন, ‘সেই ঘরের জন্য সার্ভে করছে। তাই আমাদের নেতাদের অনুরোধ করছি যে আপনারা কোন গরিব মানুষের কাজ থেকে ঘরের জন্য কোন টাকা নেবেন না। আর যদি কোন নেতা টাকা চাইতে যায় তাহলে তার গালে থাপ্পড় মারবেন। তারপর আমাদের খবর দেবে। কারণ এই ঘরের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, অনেক কষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছেন, বলে জানালেন বিধায়ক শওকাত মোল্লা।
দেখুন আরও খবর: