কলকাতা: গদ্দার হঠাও ভাঙড় বাঁচাও- নাম না করে আরাবুল ইসলামকে (Arabul Islam) এই ভাষায় আক্রমণ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ সায়নী ঘোষ (Sayani Ghosh)। রবিবার পাঁচ বিধায়ক ও এক সাংসদ নিয়ে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে কর্মীসভা করেন শওকত। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে শওকাত মোল্লা বিরোধীদের এভাবেই আক্রমণ করেন সায়নী।
কদিন ধরে ভাঙড়ে শওকত ও আরাবুল গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। জেল মুক্তির পর সরাসরি শওকাত মোল্লাকে হার্মাদ বলে কটাক্ষ করেছেন আরাবুল ইসলাম। তারপরেই শওকত মোল্লার ডাকে এদিনের এই সভা। সেখান থেকে উপস্থিত বিধায়ক ও সাংসদ একের পর এক আরাবুল গোষ্ঠীকে হুঁশিয়ারি দেয়।। যা ভাঙড়ে রাজনৈতিক পেক্ষাপট নিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: হুমায়ুন কবিরকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
আরও খবর দেখুন