পূর্ব বর্ধমান: স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির (School girl molested Khanghoshe) ঘটনায় ধুন্ধুমার কাণ্ড খণ্ডঘোষে। ঘটনাটি ঘটেছে খণ্ডঘোষ (Khanghoshe) থানার অন্তর্গত আমড়াল গ্রামে। অভিযোগ আমড়াল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাদেব কুণ্ডু ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শীলতাহানি করেন। এরপর ওই ছাত্রী ঘটনার কথাটি স্কুল ছুটির পর তার পরিবারের লোকজনদের জানাই। পরের দিন অর্থাৎ গতকাল আমড়াল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাদেব কুণ্ড বিদ্যালয়ে এসে পৌঁছাতেই ওই ছাত্রীর অভিভাবক অভিভাবিকা সহ এলাকার সাধারণ মানুষ। অভিযুক্ত শিক্ষকের উপর চড়াও হয়ে অভিযুক্তকে মারধর করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান খণ্ডঘোষ থানার পুলিশ। খণ্ডঘোষ থানার পুলিশ অভিযুক্ত ওই শিক্ষককে আটক করে খণ্ডঘোষ থানায় নিয়ে আসতে গেলে গ্রামবাসীরা পুলিশকে বাধা দেন। পুলিশ তাদের বাধা দিতে গেলে পুলিশের উপরেই চড়াও হন গ্রামবাসীরা। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করেন গ্রামবাসীরা ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।
আরও পড়ুন: ঢোলাহাটের ঘটনায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ আদালতের
পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এনে খণ্ডঘোষ থানার বিশাল পুলিশ বাহিনী অভিযুক্ত শিক্ষককে আটক করে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকা ব্যক্তিদের চিহ্নিত করে গতকাল রাতে আমরাল গ্রাম থেকে দুইজন মহিলা ও আট জন পুরুষ সহ মোট ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশ কর্মীদের উপর চড়াও হয়ে মারধর করা, পুলিশ ভ্যানে ভাঙচুর চালানোর অভিযোগে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। দশ জনের বিরুদ্ধে নির্দিষ্টধারে মামলা রুজু করে তাদেরকে আজ বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। পাশাপাশি চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে অভিযুক্ত শিক্ষক মহাদেব কুণ্ডুর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলার রুজু করে তাকেও আজ বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।ন
অন্য খবর দেখুন
