কলকাতা: মহালয়ার সকালে বাঁশদ্রোণীতে (Bansdroni) মর্মান্তিক ঘটনা। জেসিবির ধাক্কায় মৃত্যু স্কুল পড়ুয়ার। মৃত কিশোরের নাম সৌম্য শীল। গঙ্গাপুরী শিক্ষা সদন স্কুলের নবম শ্রেণির পড়ুয়া ছিল ওই কিশোর। জানা গিয়েছে, ওই কিশোর টিউশনি পড়তে গিয়েছিল। কোচিং সেন্টারের বাইরেই জেসিবি এসে চাপা দেয় তাঁকে। ঘটনাস্থলেই নাবালকের মৃত্যুর হয়। পুলিশ আধিকারিক সমীর পাঁজাকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। ১১৩ নম্বর ওয়ার্ডের ওই ঘটনায় কাউন্সিলর অনিতা কর মজুমদার যতক্ষণ না আসবেন এভাবে বিক্ষোভ দেখাবেন স্থানীয়রা বলে জানিয়েছেন। লাইভ ইউ দিয়ে ছবি যাচ্ছে।
আরও পড়ুন: মহালয়ার ভোর থেকেই বৃষ্টি, ভাসবে কলকাতা থেকে জেলা
দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডে। বুধবার সকালে কোচিং সেন্টার যাচ্ছিল এলাকারই নবম শ্রেণির ওই ছাত্র। মাটি কাটার সময় ওই জেসিবিটি ধাক্কা মারে তাকে। গাড়িতে পিষ্ট হয়ে যায় ছাত্রটি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতার জেরে এই ঘটনা ঘটেছে। ওই এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা। নিত্যদিন রাস্তা দিনে প্রাণ হাতে করে চলতে হয় বাসিন্দাদের। দীর্ঘদি কাউন্সিলরকে বলেও হয়নি কোনও লাভ। ঘাতক জেসিবিতে ভাঙচুর চালান স্থানীয়রা।
অন্য খবর দেখুন