নয়াদিল্লি: মেডিকেল কলেজ (Medical College) ও হাসপাতালগুলির নিরাপত্তা (Security) ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা নিয়ে জরুরি বৈঠক মুখ্যসচিবের (Chief Secretary)। পূর্ত দফতরের সচিব, স্বাস্থ্য দফতরের সচিব ও কয়েকটি এজেন্সিদের নিয়ে বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ পন্থ|
নবান্ন সূত্রে জানা গিয়েছে, দেরি করা যাবে না কাজে। অকারণে ঢিলেমি দেবেন না। দ্রুততার সঙ্গে কাজ করতে হবে এবং সেই কাজ শেষ করতে হবে। পূর্ত দফতরের সচিবকে এমনই নির্দেশ মুখ্যসচিবের। আরও বলা হয়েছে, রেস্টরুম, টয়লেটগুলি দ্রুততার সঙ্গে করতে হবে। সুপ্রিম কোর্টের অর্ডার কপি আপলোড হলে সেগুলো ফলো করবেন। যেগুলো বাকি রয়েছে সেগুলো দ্রুত শেষ করুন। সিসিটিভি এর কাজ দ্রুত শেষ করতে হবে। বুধবার দুপুর সাড়ে বারোটা থেকে মুখ্যসচিব নবান্নে এই বৈঠক করেন বলেই সূত্র মারফত খবর। প্রসঙ্গত আজকেই আলোচনা চেয়ে মুখ্যসচিবকে ইতিমধ্যে ইমেইল করেছেন জুনিয়র চিকিৎসকরা। নিরাপত্তা ব্যবস্থা ও পরিকাঠামো ব্যবস্থা নিশ্চিত করতে চেয়ে আলোচনা চাওয়া হয়েছে।
আরও পড়ুন: ‘এক দেশ এক নির্বাচন’-এ সিলমোহর কেন্দ্রের
আরও খবর দেখুন