নয়াদিল্লি: মহারাষ্ট্রের (Maharashtra) প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকীর (Baba Siddique) খুনের পর থেকে মুষড়ে পড়েছেন বলিউডের ভাইজান সলমান খান (Salman Khan)। তাঁর সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই না কি খুন হতে হল বাবা সিদ্দিকীকে। অন্তত ওই ঘটনায় অভিযুক্ত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সেরকমই দাবি। মুম্বইয়ে সলমনের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিরাপত্তাও বাড়িয়ে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, এখন ভাইজানের বাড়িতে কাউকে না যেতে তাঁর পরিজনেরা অনুরোধ করেছেন।
এদিকে এই মৃত্যুর ঘটনার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। শিবসেনার উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত বলেন, মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকী, তাঁর পুত্র বিধায়ক, তিনি ভালো মানুষ ছিলেন। ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও খুন হয়ে গেলেন এটা মুখ্যমন্ত্রীর ব্যর্থতা। আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, বাবা সিদ্দিকী আসলে আমারই জেলা বিহারের গোপালগঞ্জের বাসিন্দা। কিছু দিন আগে যখন মুম্বই গিয়েছিলাম তাঁর ও তাঁর ছেলের সঙ্গে দেখা হয়েছিল। বান্দ্রার মতো অভিজাত এলাকায় যদি এই ঘটনা ঘটে তাহলে এটা বলাই যায় সেখানে কেউ সুরক্ষিত নয়। তবে এই বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে বলেন, দোষীরা কেউ ছাড়া পাবে না। কড়া শাস্তি হবে।
আরও পড়ুন: আত্মঘাতী গৃহবধূ, গ্রেফতার পুলিশকর্মী
দেখুন অন্য খবর: