ওয়েব ডেস্ক: আজ উল্টোরথ । মাসির বাড়ি থেকে বাড়ি ফিরবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রথযাত্রার দিন যেমন দিঘায় প্রশাসনিক তৎপরতায় একাধিক ব্যাবস্থা নেওয়া হয়েছিল তেমনি পলটো রথের দিনও আটোসাটো ব্য়াবস্থা নেওয়া হয়েছে। সূত্রের খবর, উলটো রথ যাত্রার সমস্তরকম আয়োজন শেষ করে ফেলেছেন দিঘা জগন্নাথ মন্দির ট্রাষ্ট কমিটি ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এদিন সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছে শহরে। আঁটোসাটো নিরাপত্তা সৈকতনগরীজুড়ে। পর্যটকদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য স্বাস্থ্যদপ্তরের কর্মীরা সকাল থেকেই মোতায়েন থাকছেন। থাকছে এয়ার অ্যাম্বুল্যান্সও।
২৭ জুন ছিল রথযাত্রা। চলতি বছর দিঘায় প্রথম রথযাত্রার অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাড়িয়ে তদারকি করেছেন গোটা ব্যাবস্থাপনায়। সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে দিঘার রযযাত্রা। তবে পুরীতে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। যার জেরে প্রশাসনিক তৎপরতা আরও অনেক জোরদার করা হয়েছে। উলটো রথেও দিঘায় দেখা গেল নিরাপত্তার তোরজোর। দিঘায় রথের রশিতে কখন টান পড়বে, জানেন সময়?
আরও পড়ুন: কলকাতায় উল্টোরথের রুট কী? যানজট এড়াতে এখনই জানুন…
শনিবার দুপুরে মহাপ্রভুকে রাজভোগ দেওয়ার পর, ২টো নাগাদ মাসির বাড়ি থেকে রথের রশিতে টান পড়বে। প্রথা মেনে সব নিয়ম মানা হবে। দিঘা মূল মন্দিরে পৌছনোর পর নিয়ম নেমে তিনদিন রথেই থাকবেন তিন-ভাই বোন। সেখানে পুজোপাঠ হবে। মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে এলাকা। ড্রোনের সাহায্যেও চলবে নজরদারি। তাছাড়া ওয়াচটাওয়ার থেকেও নজরদারি চালানো হবে। পর্যটকদের যাতে কোন সমস্যা না হয় তারজন্য স্বাস্থ্য দপ্তরের কর্মীরা সকাল থেকেই মোতায়েন রয়েছেন। হেলিপ্যাড ময়দানে থাকছে এয়ার অ্যাম্বুল্যান্স।
এমনিতেই শনি ও রবিবার দিঘায় পর্যটকের ভিড় জমে। তার উপর উলটো রথ আজ। তাই রথযাত্রার থেকেও উলটো রথে আরও বেশি ভিড় হতে পারে অনুমান পুলিশের। শুক্রবার বিকেল থেকেই পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে সমুদ্রপাড়ে। আর যেহেতু এবছর প্রথম দিঘায় জগন্নাথ মন্দিরে রথ, সেইকারণে ভক্তরা ভিড় জমিয়েছেন সমুদ্রপাড়ে। ইতিমধ্যেই অধিকাংশ হোটেল ফুল হয়ে গিয়েছে। রাজ্যের একাধিক মন্ত্রী দিঘায় এসে পৌঁছেছেন। বিদ্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু,অর্থ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পরিবহণ মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী দিঘায় পৌঁছেছেন। সৈকতপাড়ের দায়িত্বে থাকা ডিএসপি ডি এন্ড টি আবুনূর হোসেন বলেন, উলটো রথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাঁশের ব্যারিকেডের ওপাশে দর্শনার্থীরা থাকবেন। সিসি ক্যামেরা, ড্রোনে নজরদারি চলবে।
দেখুন আরও খবর