কলকাতা: টলিউডের জনপ্রিয় মুখ অনিন্দিতা বসু (Anindita Bose)। ডার্ক কমপ্লেক্স, মেদহীন চেহারা অন্যরকমের মাদকতা ছড়ায়। ছোটপর্দা থেকে বড়পর্দা এবং ওটিটিতে জনপ্রিয় অনিন্দিতা বসু। তাঁর সৌন্দর্যে মুগ্ধ নেটিজেনরা। এবার সবার ঘুম উড়িয়ে অন্তর্বাসে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অনিন্দিতা বসু।
বাংলা টেলিভিশনের হাত ধরে কেরিয়ার শুরু অভিনেত্রী অনিন্দিতা বসুর। অনিন্দিতা গত কয়েক বছর ধরে ফের মুম্বইনিবাসী। সৌরভ দাসের সঙ্গে প্রেম ভাঙার পর আপাতত নতুন করে শুরু করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সদ্য নতুন ব্যবসায় মন দিয়েছেন অনিন্দিতা। অভিনেত্রীকে প্রায়সই বোল্ড লুকে দেখা যায়। মাঝেই তাঁর সাহসী অবতার নেট দুনিয়ার ঘুম ওড়ায়। তাঁকে দেখে চোখ ফেরানো বেশ দায়। এবারও সেরকমই ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিলেন অনিন্দিতা। অন্তর্বাসে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অনিন্দিতা বসু। আর ক্যাপশনে ফাঁস করেছেন স্পেশাল এক ‘সিক্রেট’। আসলে বিশ্বখ্যাত অন্তর্বাস সংস্থা ‘ভিক্টোরিয়া’স সিক্রেট’-এর। তারই ‘টি শার্ট ব্রা’র বিজ্ঞাপনের জন্য অভিনেত্রীর এই ছবি।
আরও পড়ুন: কবে যাবেন ছাঁদনাতলায় জানালেন মনামী
পেশাগত জীবনের চেয়ে অনিন্দিতার ব্যক্তিগত জীবনটা বেশ ইন্টারেস্টিং। জীবনে একাধিকবার প্রেম এসেছে, পরিণতি পেয়েছে ২ বার কিন্তু কোনও কিছুই বেশিদিন স্থায়ী হয়নি। টলিপাড়ায় সৌরভ-অনিন্দিতার সম্পর্কের রসায়ন বেশ গভীর ছিল। দুজনেই লিভ-ইনে থাকতেন। এখন অভিনেত্রী সিঙ্গল বলেই নিজেকে দাবি করে থাকেন।
অন্য খবর দেখুন