নয়াদিল্লি: শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) গোষ্ঠীর বিরুদ্ধে আমেরিকার অভিযোগের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে নতুন করে তদন্তের দাবিতে আবেদন। ২০২৩ সালে হিন্ডেনবার্গ ইস্যুতে হওয়া এবং বিচারাধীন মামলা সূত্রে নয়া আবেদন করলেন আইনজীবী বিশাল তিওয়ারি।
আদানি গোষ্ঠীর দুর্নীতি সম্পর্কিত নতুন তথ্য ও নথি আদালতে পেশ করার আর্জি। ‘ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ জাস্টিস’ ওই গোষ্ঠীর বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যের অফিসারদের ঘুষ দেওয়ার যে অভিযোগ এনেছে, সেই সংক্রান্ত নথি পেশ করার অনুমতি প্রার্থনা। একইসঙ্গে ভারতীয় তদন্তকারী সংস্থা দ্বারা তদন্তের আবেদন।
আরও পড়ুন: বলবন্ত সিং-এর ক্ষমা প্রার্থনা নিয়ে সুপ্রিম কোর্টে কী জানাল কেন্দ্র?
শীর্ষ আদালত সূত্রে জানা গিয়েছে, আদানি গ্রুপের বিরুদ্ধে আমেরিকার বিচার বিভাগ (ডিওজে) সাম্প্রতিক ঘুষ সংক্রান্ত যে অভিযোগ তুলেছে তা অন্তর্ভুক্ত করার জন্য ভারতের সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়েছে। অভিযোগ, গৌতম আদানি, সাগর আদানি এবং অন্যান্য নির্বাহীদের বিরুদ্ধে ভারতীয় কর্মকর্তাদের প্রভাবিত করার জন্য ঘুষ পরিকল্পনা করা হয়। আদানি সহযোগী সংস্থার কাছ থেকে সৌর বিদ্যুৎ কেনার জন্য ঘুষের প্রস্তাবের অভিযোগ। আইনজীবী বিশাল তিওয়ারি ‘ইন্টারলোকিউটরি’ আবেদন করেছেন। হিন্ডেনবার্গ রিসার্চের তুলে ধরা অভিযোগগুলির তদন্তের আহ্বান জানিয়ে আগের একটি ‘পিটিশনের’ সঙ্গে এটা সংযুক্ত। তবে এই আবেদনের বিষয়ে সুপ্রিম কোর্ট এখনও সিদ্ধান্ত নেয়নি।
দেখুন অন্য খবর: