
মুর্শিদাবাদ: ভোর রাতে গুলি (Shootout) চলল নওদা (Murshidabad Nowda) এলাকায়। ওই ঘটনায় আহত হয়েছেন রহমান মন্ডল নামে এক ব্যক্তি। নওদার মধুপুর পঞ্চায়েতের ট্যাকপাড়া এলাকায় ভোরে সবজি বিক্রি করতে বাড়ি থেকে বের হয়েছিলেন। সে সময় কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। মাথার পিছনে গুলি লাগে জেলে রহমান মন্ডলের। তাঁকে প্রথমে আমতলা গ্রামীন হাসপাতালে এবং পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, ওই ব্যক্তি তৃণমুল কর্মী বলে।
আরও পড়ুন: ফিরছে শীতের আমেজ, নামবে পারদ
সূত্রের খবর, এক প্রতিবেশীর সঙ্গে বেশ কিছুদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল রহমানের। জোর করে জমি দখল করার চেষ্টা চলছিল। এই জমি বিবাদের জেরে ওই গুলি চালানোর ঘটনা বলে দাবি আহতের। দুষ্কৃতীরা সাবাতলা এলাকার বাসিন্দা জানিয়েছেন আহত। রবিবার ভোরে ওই তৃণমূলকর্মীকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালানো হয়েছে। একটি গুলি লাগে তাঁর শরীরে। বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ (Nowda Police Station)।
আরও অন্য খবর দেখুন