দিল্লি: অসুস্থ হয়ে পড়লেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি। শুক্রবার রাতে তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লির একটি হাসপাতালে। সেখানে স্নায়ুরোগ বিশেষজ্ঞ বিনীত সুরির নেতৃত্বাধীন একটি চিকিৎসক দলের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে খবর মিলেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত এই বর্ষীয়ান নেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। যদিও, এই প্রথম নয়। চলতি বছর জুলাই মাসেও বয়সজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেবার কিছুদিন হাসপাতালে থাকার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে এবার আদবানি কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
আরও পড়ুন: মহাকুম্ভের ভিড় নিয়ন্ত্রণ করবে AI চ্যাটবট!
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)
দেখুন আরও খবর: