কলকাতা: আন্দোলন-প্রতিবাদ চলুক,পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার হোক। জুনিয়রদের পরামর্শ দিলেন সিনিয়র ডাক্তাররা (Senior Doctors)। আরজি করের কাণ্ডের প্রতিবাদে দীর্ঘদিন ধরে কর্মবিরতিতে বসেছিলেন ডাক্তাররা। ২১ সেপ্টেম্বর থেকে তাঁরা আংশিক ভাবে কাজে ফিরেছিলেন। তবে সাগর দত্তের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলার প্রতিবাদেফের ১০ দফা দাবিতে ১ অক্টোবর থেকে পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন তাঁরা। যার প্রভাব পড়ছে চিকিৎসা ব্যবস্থাতে। বৃহস্পতিবার আরজি করের অডিটোরিয়ামে জুনিয়র ডাক্তারদের (Junior Doctors ) সঙ্গে আলোচনায় বসেছিলেন সিনিয়রাও। সেখানেই আলোচনাতে সিনিয়র ডাক্তারদের একাংশ চান, প্রতিবাদ-আন্দোলন হোক। পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরুন জুনিয়ররা। যদিও এনিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। কর্মবিরতি প্রত্যাহার করা হবে কি না, সেটি পুরোপুরি জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে।
আরও পড়ুন: জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্য়ায়
রোগীদের কথা বিবেচনা করে যাতে জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি কিছুটা শিথিল করেন। এমনটাই মত সিনিয়রদের মত। সিনিয়র চিকিৎসকদের মত, রোগী পরিষেবা সচল রাখার চেষ্টা করছেন সিনিয়ররা। কিন্তু হাসপাতালের ব্যকপোন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের সাহায্য ছাড়া বিপুল রোগীর চাপ সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে সিনিয়র ডাক্তারদের। একদিকে রাজ্যে বন্যা পরিস্থিতি অন্যদিকে সামনেই পুজো এই পরিস্থিতিতে সিনিয়রদের পাশে জুনিয়র ডাক্তারদের প্রয়োজন। সিনিয়র চিকিৎসকরা পরামর্শ দেন, জুনিয়র ডাক্তারেরা কাজে যোগ দিয়ে আন্দোলনকে অন্য কোনও উপায়ে এগিয়ে নিয়ে যান। তবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যে তাঁরা পাশে রয়েছেন, সেই বার্তাও দিয়েছেন সিনিয়রেরা। আন্দোলন কখনও বন্ধ হবে না। বিচার চাই আমরা। যতক্ষণ না বিচার মিলছে ততক্ষণ আন্দোলন চলবে।
অন্য খবর দেখুন