কলকাতা: ষষ্ঠীতে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে গণ ইস্তফা সিনিয়র ডাক্তারদের (Senior Doctors Resign)। মঙ্গলবার আরজি কর হাসপাতালের ৫০ জন সিনিয়র ডাক্তার গণ ইস্তফা দিয়েছিলেন। বুধবার সকালেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে কলকাতা মেডিক্যাল (Calcutta Medical College And Hospital) ও উত্তরবঙ্গ মেডিক্যালেও সিনিয়ররা গণ-ইস্তফা দিলেন। উত্তরবঙ্গ মেডিক্যালের ১৫ জন চিকিৎসক ইস্তফা দিয়েছেন।
অন্য খবর দেখুন
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)