skip to content
Monday, January 13, 2025
HomeScrollতৃণমূলের কর্মসমিতিতে শৃঙ্খলারক্ষায় জোর, তিন স্তরীয় কমিটি শাস্তির মুখে প্রবীণ সাংসদ সুখেন্দু...
Tmc

তৃণমূলের কর্মসমিতিতে শৃঙ্খলারক্ষায় জোর, তিন স্তরীয় কমিটি শাস্তির মুখে প্রবীণ সাংসদ সুখেন্দু শেখর রায়

কমিটির নামের তালিকা দেখে বোঝা যাচ্ছে, প্রবীণদের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে

Follow Us :

দেবাশিস দাশগুপ্ত

কলকাতাঃ তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকে সোমবার দলীয় শৃঙ্খলার উপর বিশেষ জোর দেওয়া হল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি হল তিন স্তরের শৃঙ্খলারক্ষা কমিটি। একটি লোকসভা এবং রাজ্যসভা ভিত্তিক। দ্বিতীয়টি বিধানসভাভিত্তিক এবং তৃতীয় কমিটি দলভিত্তিক। সেই তিন স্তরীয় কমিটির সদস্যদের নামও এদিন ঘোষণা করা হয়। কমিটির নামের তালিকা দেখে বোঝা যাচ্ছে, প্রবীণদের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নবীনদেরও রাখা হয়েছে কমিটিতে।

রাজনৈতিক মহলে চর্চা ছিল, এদিনের বৈঠকে দলের সাংগঠনিক রদবদল নিয়ে কথা হবে। এমনকী কিছু ক্ষেত্রে রদবদলও হতে পারে। কিন্তু সেই রদবদল নিয়ে কোনও আলোচনাই হয়নি বলে সাংবাদিক বৈঠকে জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আরও পড়ুনঃ কেষ্টকে ডেকে কানে কানে কী কথা বললেন মমতা? জানুন বিস্তারিত 

বিভিন্ন ক্ষেত্রে দলের বক্তব্য জানানোর জন্য নেতাদের নাম জানানো হয় এদিন। কারা জাতীয় স্তরে বিভিন্ন বিষয়ে কথা বলবেন, কারা রাজ্য স্তরের নানা বিষয়ে কথা বলবেন, বিধানসভা নিয়ে কারা কথা বলবেন, তাও বেঁধে দেওয়া হয়েছে। মিডিয়া সমন্বয়কারী করা হয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসকে। বিভিন্ন সংবাদ চ্যানেলে বা সংবাদমাধ্যমে দলের তরফে কারা প্রতিনিধিত্ব করবেন, সেই নামের তালিকা দল পরে জানাবে বলে সাংবাদিক বৈঠকে জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

তৃণমূলের অন্দরের খবর, রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায়কে দল শো কজ করতে চলেছে। আর জি কর-কাণ্ডে তাঁর মুখ খোলাকে দল ভালোভাবে নেয়নি। এদিন বৈঠকে অভিষেক বলেন, সুখেন্দুকে আরও আগে শো কজ করা উচিত ছিল। নেত্রীও অভিষেকের কথায় সায় দেন। তারপরই ঠিক হয়, শৃঙ্খলারক্ষা কমিটি তাঁকে শো কজ করবে। চন্দ্রিমা জানান, কারও বিরুদ্ধে অভিযোগ এলে দল তাঁকে শো কজ করবে। পরপর তিনবার শো কজের জবাব না দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সাসপেন্ড করা হবে। তিনি সাংসদ হন, বিধায়ক হন কিংবা দলের পদাধিকারী হন। প্রসঙ্গত, এদিন জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক পাননি প্রবীণ নেতা সুথেন্দু শেখর রায়। তাঁকে যে ডাকা হয়নি, তা সাংবাদিক বৈঠকে স্বীকার করে নেন চন্দ্রিমা। আরজি কর কাণ্ডের পর থেকেই সুখেন্দুর সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়। বৈঠকে ছিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। নেত্রী তাঁর কানে কানে কিছু কথা বলেন। আরজি কর থেকে শুরু করে সম্প্রতি আইনশৃহ্খলার প্রশ্নে দলের অনেক নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ বেফাঁস মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়েছেন। দল এবার তাই শৃঙ্খলার প্রশ্নে কড়া অবস্থান নিতে চায়। সেই কারণেই তিন স্তরীয় শৃঙ্খলারক্ষা কমিটি গঠন করা হয়েছে। এর আগে দলের একটিই শৃঙ্খলারক্ষা কমিটি ছিল। আর ১৭ মাস পরেই বিধানসভা ভোট। তাকে মাথায় রেখেই দলকে শৃঙ্খলার নিগড়ে বাঁধতে চলেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকে মমতা বলেন, এই মুহূর্তে দলের শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

দিল্লিতে জাতীয় স্তরে গুরুত্ব আরও বাড়ছে অভিষেকের। জাতীয় বিভিন্ন বিষয়ে তিনি কথা বলবেন মিডিয়ার সঙ্গে। জাতীয় কর্মসমিতির সদস্য সংখ্যা বাড়িয়ে ২৭ করা হয়েছে। কর্মসমিতিতে এলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, দুই সাংসদ মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী মানস ভুঁইয়া এবং জাভেদ খান। চন্দ্রিমা এদিন দলের বেশকিছু কর্মসূচির কথাও ঘোষণা করেন।

দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Belur Math| স্বামীজির জন্মদিনে একগুচ্ছ কর্মসূচি বেলুড় মঠে! কেমন ভাবে পালন হচ্ছে জাতীয় যুব দিবস?
02:00:45
Video thumbnail
Shimla Street | যুব দিবস উপলক্ষ্যে স্বামীজীর বাড়ির সামনে তৃণমূল কর্মী সমর্থকরা, দেখুন LIVE
01:59:51
Video thumbnail
Vladimir Putin | Boris Johnson | পুতিনকে এ কি বলে দিলেন বরিস জনসন?
01:17:00
Video thumbnail
Santunu Sen | নজরে শান্তনু সেনের সম্পত্তি, এই বিপুল সম্পত্তির উৎস কী? দেখুন চাঞ্চল্যকর তথ্য
03:35:00
Video thumbnail
Narendra Modi | 'নন-বায়োলজিক্যাল'মোদির গলায় উল্টো সুর কেন? দেখুন এই ভিডিও
03:46:45
Video thumbnail
Stadium Bulletin | Derby |ডার্বির রং সবুজ মেরুন, বিশ্লেষণে প্রশান্ত বন্দ্যোপাধ্যায় ও আলভিটো ডি কুনহা
02:53:06
Video thumbnail
Medinipur | মেদিনীপুর মেডিক্যালে স্যালাইন কাণ্ড, ৩ প্রসূতিকে আনা হলSSKM হাসপাতালে, দেখুন সরাসরি
00:00
Video thumbnail
Medinipur | মেদিনীপুর মেডিক্যালে স্যালাইন কাণ্ড, ৩ প্রসূতিকে আনা হলSSKM হাসপাতালে, দেখুন সরাসরি
13:47
Video thumbnail
Donald Trump | ট্রাম্পকে সতর্কবার্তা ফ্রান্স-জার্মানির, এবার কী হবে? দেখুন এই ভিডিও
11:45:00
Video thumbnail
Priya Cinema | প্রিয়া প্রেক্ষাগৃহে সিনেমার সমাবর্তন ২০২৫
01:55