নয়াদিল্লি: রিজার্ভ ব্যাংকের (Reserve) জম্মু শাখায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ৩০ কোটি বিকৃত টাকা বদল করেছে। এমন চাঞ্চল্যকর অভিযোগে হওয়া জনস্বার্থ মামলায় সিবিআই (CBI) বক্তব্য তলব সুপ্রিম কোর্টে (Supreme Court)।
বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বলে অভিমত দিয়ে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চ একইসঙ্গে কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাংকেরও বক্তব্য তলব করেছে।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে ৩টি মামলা দায়ের হাইকোর্টে
অভিযোগ অনুযায়ী, কাশ্মীর গ্রাফিতি নামে একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন ২০১৩ সালের মে থেকে আগস্ট মাসের মধ্যে ভারতীয় টাকায় বিশেষ ছাপ মারার পর তা আরবিআই থেকে বদল করে নেয়। অথচ এমন বিকৃত টাকা আরবিআই নিয়ম অনুযায়ী আদৌ গ্রহণযোগ্য নয়। কিন্তু এভাবেই উপত্যকায় শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি নষ্ট করার প্রচেষ্টা হয়েছে। এই প্রেক্ষাপটে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের প্রার্থনা।
প্রসঙ্গত গত মার্চের শুনানিতে আদালত কেন্দ্রীয় সরকারের বক্তব্য তলব করেছিল। কিন্তু সাম্প্রতিক শুনানিতে সেই হলফনামা জমা না পড়ায় ক্ষুব্ধ আদালত।
আরও খবর দেখুন