শিলিগুড়ি: রংপোয় (Rangpo) ভয়াবহ বাস দুর্ঘটনা। শিলিগুড়ি (Shiliguri ) থেকে সিকিম (Sikkim) যাওয়ার পথে হঠাৎই যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী চারজনের মৃত্যু হয়েছে, আহত প্রায় ২০ জন। বাড়তে পারে মৃতের সংখ্যা, আশঙ্কা প্রশাসনের।
শনিবার বেলার দিকে যাত্রীবাহী বাসটি অটল সেতু থেকে ছিটকে খাদে গিয়ে পড়ে। হতা-হতের সঠিক সংখ্যা এখনও স্পষ্ট নয়।
জানা গেছে, বাসটিতে প্রায় ২৪ জন যাত্রী ছিল। দ্রুত গতিতে উদ্ধার কাজ চলছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
আরও পড়ুন: মহাকুম্ভ উপলক্ষে ৯৯২টি অতিরিক্ত ট্রেন চালাবে ভারতীয় রেল
পুলিশ জানিয়েছে, মৃত-আহতদের পরিচয় এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা যাত্রীরা সকলেই পর্যটক। কালিম্পং জেলাশাসকের দফতর থেকে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি ৷ কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। বাসটির যান্ত্রিক ত্রুটি, না চালকের ভুল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
কালিম্পং জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি জানিয়েছেন, উদ্ধার কাজ চলছে, এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রায় কুড়ি জনের উপর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ তবে মৃত ও আহতের পরিসংখ্যান নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না ৷
ঘটনাস্থলে কালিম্পং ও সিকিম পুলিশ পৌঁছেছে ৷ আপাতত আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করিয়ে প্রাণ বাঁচানোই প্রধান লক্ষ্য ৷ কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে পুলিশের রিপোর্টের জন্য অপেক্ষা করছে জেলা প্রশাসন ৷ আহতরা রংপো হাসপাতালে চিকিৎসাধীন।
দেখুন অন্য খবর: