কলকাতা: আইফা অ্যাওয়ার্ড শোতে (IIFA Award Show ) অংশ নিতেই আবু ধাবি যাচ্ছেন বলি অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan)। পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। প্রায় এক দশক পর সেই অনুষ্ঠানের সঞ্চালনা করবেন তিনি। বৃহস্পতিবার কাকভোরে মুম্বই বিমানবন্দরে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন পূজাও। অভিনেতার পরনে ছিল কালো রঙের সোয়েটশার্ট এবং জিন্স, সঙ্গে একটি কালো টুপিও। ভিডিয়োয় দেখা যাচ্ছে বিমানবন্দরের সামনে গাড়ি থেকে নামছেন তিনি। অভিনেতা গাড়ি থেকে নামার পরেই বিমানবন্দর চত্বরে ভিড় জমে যায় মহিলা অনুরাগীদের। শাহরুখের নাম ধরে চেঁচিয়ে ওঠেন মহিলা অনুরাগী। শাহরুখের সঙ্গে দেখা করবেন, ছবি তুলবেন বলে বিমানবন্দরে ধাক্কাধাক্কি করতে শুরু হয়ে যায়। ভিড় সামাল দিতে শাহরুখকে চারদিক থেকে ঘিরে ধরেন নিরাপত্তারক্ষীরা।
View this post on Instagram
অন্য খবর দেখুন