কলকাতা: টেলিপাড়ায় সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-এর প্রেমের গুঞ্জন একেবারে হট টপিক।কথা সিরিয়াল করতে গিয়ে নাকি সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সাহেব ভট্টাচার্য (Shaheb Bhattacharjees) প্রেম যে করছেন তা নিজেই জানিয়েছিলেন অভিনেতা। তবে সুস্মিতা নন, এই তরুণীর সঙ্গে প্রেম করছেন সাহেব। টেলিপাড়ায় এখন জোর চর্চা সুস্মিতা নন, মডেল স্বাগতা দাসের ( Swagata Das ) সঙ্গে সম্পর্কে রয়েছেন সাহেব।
আরও পড়ুন: কমলালেবু চাষ করে তাক লাগালেন মিমি
সাহেবের জন্মদিনে স্বাগতার পাঠানো আদুরে শুভেচ্ছা বার্তার জেরেই শুরু দুজনের প্রেমের চর্চা। সাহেবের বন্ধু জনের নতুন ইনস্টাগ্রাম পোস্টে একফ্রেমে ধরা দিলেন সাহেব-স্বাগতা। শহরের কোনও পার্টির অন্দের ছবি। সাদা পোশাকে টুইনিং চর্চিত প্রেমিক যুগলের। পরস্পরকে বাহুডোরে আগলে রেখেছেন সাহেব-স্বাগতা। দিন দশেক আগে সাহেবের জন্মদিনে রোম্যান্টিক ছবি ভাগ করে নিয়েছিলেন স্বাগতা। ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীরা মনে করছেন সুস্মিতা নন বাস্তবে স্বাগতার সঙ্গেই প্রেম করছেন সাহেব।
অন্য খবর দেখুন