মুম্বই: ঊনষাট বছরে পা রাখলেন বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। ২ নভেম্বর তাঁর জন্মদিন। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে বলি তারকাকে বিশেষ শ্রদ্ধা জানাল অস্কার অ্যাকাডেমি(Oscars’ Academy)।
আজ অ্যাকাডেমি ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে শাখরুখের জনপ্রিয় চলচ্চিত্র ‘কভি খুশি কভি গম’ এর আইকনিক দৃশ্য দেখানো হয়েছে। সিনেমাতে একটি দৃশ্য ছিল যেখানে জয়া বচ্চন হাতে পুজোর থালি নিয়ে রয়েছেন। হঠাৎ করে হেলিকপ্টার থেকে নামেন শাখরুখ। গ্র্যান্ট এন্ট্রি তারকার। কালো পোশাক পরে বাড়ির দিকে দৌড়ে আসতে দেখা যায়। তার আসার সেই মুহূর্ত যেন জয়া বচ্চন আগে থেকে বুঝতে পেরেছিলেন।
আরও খবর:বোমাতঙ্কের মাঝে এবার এয়ার ইন্ডিয়া বিমানে মিলল কার্তুজ! দিল্লিতে চাঞ্চল্য
জয়া বচ্চন এগিয়ে যান দরজার দিকে, ঠিক তখনই মা(জয়া বচ্চন)-এর দিকে তাকিয়ে শাহরুখকে হাসতে হাসতে ঢুকতে দেখা যায়। এক আবেগঘন মুহূর্ত চলচ্চিত্রে বিশেষ জায়গা তৈরি করেছে। দৃশ্যের পিছনে চলতে থাকে ‘কভি খুশি কভি গম’-এর থিম মিউজিক। গোটা সিনেমায় অন্যান্য অনেক দৃশ্যের মধ্যে মা ও ছেলের আবেগঘন মুহূর্ত দশকদের নজর কাড়ে। পোস্টের সাথে ক্যাপশনে লেখা আছে, “একজন মায়ের অন্তর্দৃষ্টি সবসময়ই সঠিক।”
করণ জোহর পরিচালিত, কভি খুশি কভি গম ২০০১ সালে মুক্তি পায় এবং একটি ব্লকবাস্টার হয়ে ওঠে। সিনেমাটিতে অমিতাভ বচ্চন, কাজল, কারিনা কাপুর এবং হৃতিক রোশনও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ইন্সটাগ্রামে এক নেটিজেন লিখেছেন এটি কি ‘এসআরকে’-এর সেরা প্রবেশ দৃশ্য?
অস্কার অ্যাকাডেমি প্রায়শই শাহরুখ খানকে শ্রদ্ধা জানায়। জানুয়ারিতে, তারা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ থেকে ‘মেহেন্দি লাগা কে রাখা গানের সিকোয়েন্স’ আপলোড করেছিল। চলচ্চিত্রে শাহরুখ খান ও কাজলের মধ্যে সম্পর্কের কেমিস্ট্রি আজও দর্শকদের মধ্যে উজ্জ্বল।
শাহরুখ খানকে পরিচালক সুজয় ঘোষের পরবর্তী চলচ্চিত্রে দেখা যাবে। শাহরুখকে তার মেয়ে সুহানার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা।
দেখুন অন্য খবর: