ভারতবর্ষের কনসার্টে এসে ডুয়া লিপার কন্ঠে শোনা গেল বলিউডের বাদশা শাহরুখ খানের গান। ম্যাশআপ গান গাইলেন ডুয়া লিপা। আর তাতেই উচ্ছ্বসিত বাদশা কন্যা সুহানা খান। সোশ্যাল মিডিয়াতে করলেন পোষ্টও।
আরও পড়ুন: দিলজিতের কলকাতার কনসার্টে যশ- নুসরাতের রোমান্স
ব্রিটিশ গায়িকা ডুয়া লিপার সারা বিশ্বে জনপ্রিয়। সাতটি ব্রিট অ্যাওয়ার্ডের পাশাপাশি তিনটি গ্র্যামি পুরস্কার রয়েছে তারকার ঝুলিতে। আর এবার তিনি অংশ নিলেন জোমাটো ফিডিং ইন্ডিয়া কনসার্টে। সেখানেই বলিউড বাদশা শাহরুখ খানের ‘ম্যাশআপ’ গান গাইলেন তিনি। তাতেই উচ্ছ্বসিত বাদশাকন্যা সুহানা খান। আসলে ডুয়ার গান ‘লেভিট্যাটিং’-এর সঙ্গে শাহরুখের ‘বাদশা’ সিনেমার ‘ওহ লড়কি’ গানটি মিশিয়ে ‘ম্যাশআপ’ তৈরি করা হয়েছিল। তা সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। কনসার্টের মাঝে সেই গানই গেয়ে ওঠেন ব্রিটিশ পপ তারকা। সঙ্গে উপস্থিত জনতা চিৎকার করে ওঠেন। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আর শাহরুখকন্যা সুহানা নিজের ইনস্টা স্টোরি হিসেবে শেয়ার করেছেন। ডুয়া লিপা ও শাহরুখের নাম পাশাপাশি লিখে মাঝে ভালোবাসার ইমোজি ও শেষে ভারতীয় পতাকার ইমোজি দিয়েছেন সুহানা।
দেখুন অন্য খবর