হাওড়া: ফের উত্তপ্ত হাওড়ার শালিমার স্টেশন (Shalimar Station) চত্বর। জুলাই মাসের পর ফের একবার গন্ডগোল এই এলাকায়। এলাকার দখলদারি ও তোলাবাজি নিয়েই গন্ডগোল। স্টেশন চত্ত্বরে পার্কিং নিয়েই মূলত গন্ডগোল। দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হাতাহাতি চলে ইট বৃষ্টি। বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর। ঘটনাস্থলে বি গার্ডেন থানার পুলিশ ও বিশাল র্যাপ নামানো হয়। নতুন করে যাতে সংঘর্ষ না হয় তার জন্য ওই এলাকায় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: খাস কলকাতায় মহিলা চিকিৎসককে হেনস্থা অ্যাপক্যাব চালকের
শনিবার রাত সাড়ে আটটা নাগাদ শালিমার স্টেশনের বাইরে পার্কিংয়ের দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। শালিমার স্টেশনের পাঁচ নম্বর গেটের বাইরে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে পাঁচজন আহতআহয়। ব্যাপক ইট-বৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে লাঠিচার্জ পুলিশের। ঘটনাস্থলে বিশাল পুলিশ ফোর্স মোতায়েন করা হয়।এর আগে গত জুন মাসেও ১৬ই জুন উত্তপ্ত হয়ে উঠেছিল শালিমার স্টেশন চত্তরের বাইরে। এরপর মুখ্যমন্ত্রী (CM) এই ধরনের সংঘর্ষ রুখতে কড়া বার্তা দিয়েছিলেন।
অন্য খবর দেখুন