কলকাতা: শান্তনু বন্দ্যোপাধ্যায় ও সুজয় কৃষ্ণ ভদ্রকে (Sujay Kristhna Bhadra) সিবিআই হেফাজতের নির্দেশ বিশেষ আদালতের। সুজয় কৃষ্ণ ভদ্রকে আগামী ২৮ই নভেম্বর সশরীরে আদালতে হাজিরার নির্দেশ। আগামী ২৯ নভেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ সিবিআই বিশেষ আদালতে। সন্তু গঙ্গোপাধ্যায়কে হেফাজতে পেয়েছে সিবিআই। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) কালীঘাটের কাকুকে (Kalighater Kaku) ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই (CBI)। মঙ্গলবার বিশেষ আদালতে দুজনকে নিজেদের হেফাজতে নেওয়া আবেদন করেছিল সিবিআই। তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল তারা। আগামী ২৯ নভেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ সিবিআই বিশেষ আদালত।
আরও পড়ুন: মমতাকে নিয়ে বিস্ফোরক হুমায়ুন কবীর
সিবিআই সূত্রের খরব, মঙ্গলবার আদালতে হাজিরাই দিতে পারলেন না নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে ধৃত ‘কালীঘাটের কাকু’। জেল থেকে জানানো হয়েছিল, ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে হাজির করানো হবে তাঁকে। আগামী ২৮ নভেম্বর, বৃহস্পতিবার সুজয়কৃষ্ণকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
অন্য খবর দেখুন