কলকাতা: মুম্বইয়ে ‘পুরাতন’ (Puratan Film) ছবির বিশেষ প্রদর্শনীতে একফ্রেমে শর্মিলা-ঋতুপর্ণা। শর্মিলার সঙ্গে এসেছিলেন সইফ, সোহা ও সাবা আলি খান। তবে দেখা পাওয়া যায়নি করিনা কাপুরের। এক পাপারাজ্জোর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁরা সকলেই ক্যামেরার জন্য একসঙ্গে পোজ দিচ্ছেন। শর্মিলা ঠাকুরের (Sharmila Tagore) পরনে সাদা শিফনের শাড়ি। তার উপর হালকা অথচ জমকালো কালো কাজ। সঙ্গে মানানসই কালো ব্লাউজ। এই ছবিতে শর্মিলার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। লাল বেনারসিতে তিনি মোহময়ী। স্বামী সঞ্জয়কে যেন চোখে হারাচ্ছেন ঋতুপর্ণা।
আরও পড়ুন: জন্মদিনে প্রিয়াঙ্কা-সহজের সঙ্গেই কাটলেন রাহুল
১৫ বছর পর সুমন ঘোষ পরিচালিত ‘পুরাতান’ দিয়ে বাংলা সিনেমায় ফিরছেন শর্মিলা ঠাকুর। ছবিতে এক বর্ষীয়ান মহিলার চরিত্রে অভিনয় করছেন শর্মিলা। তাঁর আশি বছরের জন্মদিনকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে গল্প। প্রদর্শনী অনুষ্টানে এসে মু্ম্বই চলচ্চিত্র উৎসবের ভূয়সী প্রশংসা করেন শর্মিলা ঠাকুর। বলেন, “MAMI-র মতো উৎসব তো শুরু থেকেই নিজের জায়গা তৈরি করে নিয়েছে। ঋতুপর্ণার ‘ভাবনা আজ ও কাল’-এর ব্যানারেই তৈরি ‘পুরাতন’। ঋতুপর্ণার বলেন, “মা-মেয়ের সম্পর্ক এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে।
The #AsiaPremiere of #TheAncient at #MAMI2024 saw its cast and crew attend the QnA and screening. The line-up included the likes of Sharmila Tagore, @SumanGhosh1530, @RituparnaSpeaks and Indraneil Sengupta. pic.twitter.com/EuaHmIXd3f
— MAMI Mumbai Film Festival (@MumbaiFilmFest) October 21, 2024
অন্য খবর দেখুন