নিউ ইয়র্ক: বাংলাদেশে অশান্তি, গণহত্যা এবং সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় এবার সরাসরি মহম্মদ ইউনুসকে নিশানা করলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি, নিউ ইয়র্কে আয়োজিত আওয়ামি লিগের সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখার সময় একথা বলেন তিনি। হাসিনা তাঁর বক্তব্যে সরাসরি বলেন, “বাংলাদেশে গণহত্যার জন্য আমাকে দায়ী করা হচ্ছিল। আসলে এর নেপথ্যে মহম্মদ ইউনুসের হাত রয়েছে। তিনি দেশের ছাত্রনেতাদের সঙ্গে পরিকল্পনা করে দেশে অশান্তি ছড়িয়েছেন।” একইসঙ্গে হাসিনার বক্তব্যে নিশানা করা হয় বিএনপি নেতা তারেক রহমানকেও। তাঁর কথা উল্লেখ করে হাসিনা বলেন, “সেই সময় তারেক রহমানকেও বলতে শোনা গিয়েছিল যে এই হত্যালীলা চলতে থাকলে সরকার খুব বেশিদিন টিকবে না।”
আরও পড়ুন: পদ্মাপাড়ে হিন্দুদের উপর বিরামহীন বর্বরতা অব্যাহত, কোণঠাসা বাংলাদেশ
এসবের পাশাপাশি বর্তমানে বাংলাদেশে সংখ্যালঘুদের আক্রান্ত হওয়া নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। তিনি বলেন, “আজ শিক্ষক, পুলিশকে হত্যা করা হচ্ছে; হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষদের টার্গেট করে হত্যা করা হচ্ছে; গীর্জা ও মন্দিরে হামলা চালানো হচ্ছে। দেশের সংখ্যালঘু নাগরিকদের সঙ্গে আজ এমনটা কেন হচ্ছে?” একইসঙ্গে হাসিনা তাঁর বক্তব্যে একটি বিস্ফোরক দাবি করে বলেছেন যে, শেখ মুজিবর রহমানের মতো তাঁকেও হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল। তিনি বলেন, “আমি কখনই গণহত্যা চাইনি। তবে যদি আমি ক্ষমতা ধরে রাখতে চাইতাম, তাহলে হয়তো গণহত্যা হতে পারত। যখন মানুষজনকে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল, তখন আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন যদি আমার নিরাপত্তারক্ষীরা গুলি চালাত, তাহলে গণ ভবনে আরও অনেকের মৃত্যু হতে পারত।” হাসিনা তাঁর বক্তব্যে আরও বলেন, “১৯৭৫ সালের ১৫ আগস্ট যেভাবে জাতির জনককে হত্যা করা হয়েছিল, সেভাবে আমাকেও হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল। তাও সেদিন আমার নিরাপত্তারক্ষীরা গুলি চালায়নি।”
শুনুন শেখ হাসিনার বক্তব্য: