কলকাতা: বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) কোন দেশে রাজনৈতিক আশ্রয় নেবেন তা নিয়ে এখন জল্পনা আন্তর্জাতিক মহলে। বাংলাদেশে অশান্তির পরিস্থিতিতে অত্যন্ত কম সময়ের নোটিসে তিনি ভারতে আসেন। এখনও ভারতে রয়েছেন তিনি। এরই মধ্যে শোনা যায় তিনি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। কিন্তু, তাতে রাজি হয়নি ব্রিটেন। আমেরিকাও তাঁর ভিসা বাতিল করে দেয়। এটাও শোনা যায় তিনি ফিনল্যান্ড বা রাশিয়া যেতে পারেন। তবে এসব জল্পনা উড়িয়ে দিলেন হাসিনা পুত্র সাজিব ওয়াজিদ জয়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কোনও দেশেই এখনও পর্যন্ত আশ্রয় চাননি হাসিনা।
জয় বলবেন, মায়ের আশ্রয় অনুরোধ সম্পর্কিত যেসব প্রতিবেদন ছাপা হচ্ছে তা সম্পূর্ণ ভুল। তিনি কোথাও আশ্রয়ের জন্য অনুরোধ করেননি। তাই ব্রিটেন বা আমেরিকার তরফে আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করার বিষয় অসত্য। এর আগে হাসিনা পুত্র জানিয়েছিলেন, তাঁর মা আর রাজনীতিতে ফিরবেন না। এত পরিশ্রম করার পরেও যেভাবে তাঁর বিরুদ্ধে আন্দোলন হল তাতে তিনি অত্যন্ত হতাশ ও বীতশ্রদ্ধ। মা এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। আমি এখন ওয়াশিংটনে আছি। আমার বোন লন্ডনে থাকে। তাই আমরা জানি না উনি কোথায় থাকবেন শেষ পর্যন্ত।
আরও পড়ুন: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে ইউনুস
আরও খবর দেখুন