নয়াদিল্লি: একাধিক গণ আন্দোলন দেখেছে বাংলাদেশ। সেই সব আন্দোলন বাংলাদেশের (Bangladesh Agitation) রাজনীতির প্রেক্ষাপট বদলেও দিয়েছে। এবারও সেই ছবি দেখা গেল পদ্মাপারের দেশে। বাংলাদেশের ছাত্রসমাজ ও নাগরিকদের আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। এখনও হিন্ডন বায়ুঘাঁটিতে আছেন তিনি। তিনি বিমানেই আছেন। গাজিয়াবাদে হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অজিত ডোভাল। পাশাপাশি বাংলাদেশ-পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jaishankar)। বিদেশমন্ত্রীর জয়শঙ্করের সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেন বলে খবর। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের পর সোমবার সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সাক্ষাৎ করলেন শেখ হাসিনা। তাঁর নিরাপত্তার বিষয়টিও বাড়তি সতর্কতার সঙ্গে দেখভাল করা হচ্ছে বলে খবর। এখন একটাই প্রশ্ন, হাসিনা ভারতে থাকবেন না লন্ডনে থাকবেন। সূত্র বলছে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন তিনি। আবার শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক বন্ধুত্বের। সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হোক আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক হাসিনার। সেক্ষেত্রে ভারতের কাছে আশ্রয় চাইতে পারেন। কারণ ভারতের কাছে বাংলাদেশের ক্ষমতায় শেখ হাসিনার ফেরা যথেষ্ট গুরুত্বের।
জানা গিয়েছিল, ভারতীয় বায়ুসেনার সি-১৭ এবং সি-১৩০জে সুপার হারকিউলিসের কাছে রাখা থাকবে বাংলাদশের বায়ুসেনার সি-১৩০জে বিমান। যদি সে দেশের সমর্থন না মেলে তা হলে আগামী কয়েকদিন দিল্লিতে ‘সেফ হাউসে’ থাকতে পারেন তিনি।
আরও পড়ুন: শান্তি বজায় রাখুন, উত্তেজনা ছড়াবেন না, বাংলাদেশ নিয়ে আবেদন মমতার
এখনও অশান্ত বাংলাদেশ, এরই মধ্যে সীমান্তে চরম সতর্কতা। মেঘালয় সীমান্তে জারি নাইট কার্ফু। বাংলাদেশে সংঘর্ষে মৃত্যু ৩০০ পার। ঢাকায় সংঘর্ষ, শুধু আজকেই ২০ জনের মৃত্যু হয়েছে। এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনার পদত্যাগের পরই তালিবানি কায়দায় তাঁর বাসভবনে চলল লুঠতরাজ। ঢাকাতেও দেখা মিলল একই ছবির। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন দখল নেয় একদল আন্দোলনকারী। আন্দোলনকারীরা মুজিবকন্যার বিছানা দখল নিয়েছে। চলে বিস্তর লুঠতরাজ। চেয়ার, সোফাসেট, কম্বল হাতে পালাতে দেখা যায় তাদের। এমনকী, ফ্রিজ খুলে মাছ-মাংস লুঠ করে তারা।
দেখুন ভিডিও