নয়াদিল্লি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা (Sheikh Hasina)। বাংলাদেশের (Bangladesh) আন্দোলনকারীরা এরপর প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে ভাঙচুর করে। দেশজুড়ে আওয়ামি লিগের নেতা কর্মীদের টার্গেট করে হামলা চালানো হয়। বিদেশ থেকে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় (Sajeeb Wazed Joy) জানিয়েছিলেন, মা হতাশ। তিনি আর রাজনীতিতে ফিরবেন না। সেই প্রেক্ষিতে হাসিনার ভবিষৎ কী হবে তার দিকে তাকিয়ে ছিল আন্তর্জাতিক মহল। তিনি কোন দেশে আশ্রয় নেবেন তা নিয়ে জল্পনা ছিল। এদিকে বাংলাদেশে কোণঠাসা হয়ে পড়েছে হাসিনার দল আওয়ামি লিগও। সেখানে মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। নির্বাচন না হওয়া পর্যন্ত এই সরকার দায়িত্বে থাকবে। এই প্রেক্ষিতে জয় বলেন, নির্বাচনের ঘোষণা হলেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন তিনি।
এই অন্তর্বর্তী সরকারে আওয়ামি লিগের কোনও প্রতিনিধি নেই। আওয়ামি লিগের বহু নেতা আত্মগোপন করে রয়েছেন। নেতৃত্বের শূন্যতা দেখা দিয়েছে। এই বিষয়ে জয় বলেন, আমার রাজনৈতিক উচ্চাকাঙ্খা নেই। আমি আমেরিকায় থাকি। তবে প্রয়োজনে আমি রাজনীতিতে যোগ দেব। আওয়ামি লিগ নির্বাচনে অংশ নেবে। আমরা জিততেও পারি। ইতিমধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতির নির্দেশে জেল থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। ইতিমধ্যে ঢাকায় বড় জমায়েত করেছে বিএনপি।
আরও পড়ুন: মণীশ সিসোদিয়া জামিন পাওয়ায় ক্যামেরার সামনে কেঁদে ফেললেন অতিশী
আরও খবর দেখুন