কলকাতা: ‘উইঙ্কল টুইঙ্কল’ এর নয়া গান রেকর্ড করলেন শ্রেয়া ঘোষাল (Sheya Ghoshal)। ছবিতে শ্রেয়ার সঙ্গে গান গেয়েছেন তমালিকা গোলদার। এই ছবির গান দিয়ে চলচ্চিত্র জগতে ডেবিউ করলেন তমালিকা। গান রেকর্ডিংয়ের সেই ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক সৃজিত মুখ্যোপাধ্যায় (Director Srijit Mukherji)। এর আগে ‘উইঙ্কল টুইঙ্কল’ পোস্টার (Winkle Twinkles First Lok Poster) সামনে এনে বড় চমক দিলেন পরিচালক। এবার গান রেকর্ডিংয়ের ঝলক সকলের সঙ্গে ভাগ করে নিলেন।
আরও পড়ুন: ভাগ্যলক্ষ্মী’র টিজারে চমক
ব্রাত্য বসুর ‘উইঙ্কল টুইঙ্কল’ নাটককে বড়পর্দায় নিয়ে আসতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। পলিটিক্যাল ফ্যান্টাসি ঘরানার এই নাটক বড় পর্দাতেও আসতে চলেছে। এই ছবি বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। আসল গল্প পরিবর্তন করার পথে হাঁটেননি সৃজিত। এর আগে শেক্সপিয়ারের নাটককে রুপোলি পর্দায় তুলে ধরেছেন সৃজিত, এবার পালা ব্রাত্য বসুর নাটকের (Bratya Basus Political Play)। উল্লেখ্য, প্রথম পোস্টারের ঝলকে সবাইকে চমকে দিয়েছিলেন সৃজিত। পোস্টারে দেখা গিয়েছে, লেনিনের ভাঙা মূর্তির সামনে বসে আছেন দুই ব্যক্তি। নিচে লেখা ‘উইঙ্কল টুইঙ্কল’। আর তার পাশে রয়েছে কাস্তে-হাতুড়ি। তা থেকে যেন রক্তের মতো লাল রং চুঁইয়ে পড়ছে। মঙ্গলবার এই ছবির প্রথম গান রেকর্ডিংয় হল। সৃজিত নিজের ফেসবুকে পোস্ট করে লেখেন, আজ ‘উইঙ্কল টুইঙ্কল’এর প্রথম গান রেকর্ড হল। শ্রেয়া ঘোষালের সঙ্গে নবাগতা তমালিকা গোলদার গান রেকর্ড করল। এই গানের হাত ধরে চলচিত্র জগতে পথ চলা শুরু করল তমালিকা।
অন্য খবর দেখুন