কলকাতা: পুজোয় বক্স অফিস কাঁপাতে আসছে শিবপ্রসাদ-নন্দিতা জুটির ‘বহুরূপী’। আগামী ৮ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘বহুরূপী’। টিজার আগেই মুক্তি পেয়েছিল এবার মুক্তি পেল বহুরূপীর ট্রেলার (Bohurupi Trailer)। ট্রেলার প্রকাশ্যে আসতে দেখা গিয়েছে দুই তারকার জমজমাট লড়াই। সম্মুখ সমরের আবির-শিবপ্রসাদ। একদিকে মন খুস করা গান অন্যদিকে জমজমাট অ্যাকশনে ভরপুর বহুরূপীর ট্রেলার। গত বছরের পুজোয় বক্স অফিসের গেম চেঞ্জার ছিল তাঁদের ‘রক্তবীজ’। এবার ‘বহুরূপী’র পালা।
ধুরন্ধর ‘ব্যাঙ্ক ডাকাত’-এর চরিত্রে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে (Shiboprosad Chatterjee)। সৎ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। ছবির ট্রেলারে দেখা গিয়েছে, শিবপ্রসাদ অর্থাৎ বিক্রমের চরিত্রকে সাধারণ চাকুরিজীবী মানুষ থেকে ধুরন্ধর ডাকাতে পরিণত হওয়ার সেই কাহিনী। তেমনি সৎ একজন পুলিশ অফিসার এসআই সুমন্ত ঘোষালের ভূমিকায় আবির চট্টোপাধ্যায় রয়েছেন। ছবিতে শিবপ্রসাদের বিপরীতে দেখা যাবে কৌশানি মুখোপাধ্যায়। তাঁকে আবার পকেট মারের চরিত্রে দেখা যাচ্ছে। আবিরের বিপরীতে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী। স্বামী-স্ত্রীর সম্পর্কের দেখা যাচ্ছে টানাপোড়েন। ব্যক্তিগত টানাপোড়েনের মধ্যেই বিক্রমকে ধরতে মরিয়া সুমন্ত। ছবিতে একাধিক অ্যাকশন দৃশ্য রয়েছে।
আরও পড়ুন:নিজের রিভলভার থেকে গুলি ছুটে আহত গোবিন্দা!
উল্লেখ্য, ছবি মুক্তির আগেই লক্ষ্মীলাভ, ছবির জন্য ৫০ লক্ষ টাকা ঘরে এল শিবপ্রসাদ-নন্দিতার। এ বছরের পুজোয় উইন্ডোজ় প্রযোজনা সংস্থার উপহার ‘বহুরূপী’। নব্বইয়ের দশকের এক ব্যাঙ্ক ডাকাতির ঘটনা এই ছবির প্রেক্ষাপট। যাঁকে ঘিরে গল্প সেই অপরাধীর ভূমিকায় স্বয়ং শিবপ্রসাদ। ইতিমধ্যেই ছবির গান ‘শিমুল-পলাশ’ , ‘আজ সারা বেলা’, ‘ডাকাতিয়া বাঁশি’ মুক্তি পেয়েছে। এই তিনটে গান লোকের মুখে মুখে ঘুরছে। এ বার ছবির গানের স্বত্ব বিক্রি হল ৫০ লক্ষ টাকায়। শিবপ্রসাদের কথায়, “শুধু ‘বহুরূপী’র গানের স্বত্ব বিক্রি হয়েছে ৫০ লক্ষ টাকায়।
দেখুন ভিডিও