কলকাতা: গতবারের পুজোতে ‘গেমচেঞ্জার’ও প্রশংসিত হয়েছিল ‘রক্তবীজ’। চলতি বছরের পুজোতে খেলা ঘোরাতে আসছে শিবপ্রসাদ-নন্দিতার বহুরূপী (Bohurupi)। ছবি মুক্তির আগে এই ছবির গান দর্শকদের কাছে বিশেষ জায়গা করে নিয়েছে। আগামী ৮ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘বহুরূপী’। এখনও অগ্রিম বুকিং শুরু হয়নি এই ছবির। ছবি মুক্তির আগেই লক্ষ্মীলাভ, ছবির জন্য ৫০ লক্ষ টাকা ঘরে এল শিবপ্রসাদ-নন্দিতার।
আরও পড়ুন: ‘ডাকাতিয়া বাঁশি’-তে বৃষ্টিতে ভিজে নাচ কৌশানির
নব্বইয়ের দশকের এক ব্যাঙ্ক ডাকাতির ঘটনা এই ছবির প্রেক্ষাপট। যাঁকে ঘিরে গল্প সেই অপরাধীর ভূমিকায় স্বয়ং শিবপ্রসাদ মুখ্যোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। তাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা নিয়েই ছবির গল্প আবর্তিত হয়েছে। এই ছবিতে চড়া মেজাজে এসআই সুমন্ত ঘোষাল হিসেবে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে (Abir Chatterjee)। ইতিমধ্যেই ছবির গান ‘শিমুল-পলাশ’ , ‘আজ সারা বেলা’, ‘ডাকাতিয়া বাঁশি’ মুক্তি পেয়েছে। এই তিনটে গান লোকের মুখে মুখে ঘুরছে। এ বার ছবির গানের স্বত্ব বিক্রি হল ৫০ লক্ষ টাকায়। শিবপ্রসাদের কথায়, “শুধু ‘বহুরূপী’র গানের স্বত্ব বিক্রি হয়েছে ৫০ লক্ষ টাকায়। এই সাফল্যের কৃতিত্ব শিবপ্রসাদ দিতে চান শিল্পী থেকে সুরকার— সকলকে। তিনি বলেন, এটা বাংলা সিনেমার জন্য বিরাট খবর। আগে কোনও বাংলা ছবি ক্ষেত্রে এমন হয়নি। আমাদের পরিচালিত ছবির ক্ষেত্রের প্রথম হল।
অন্য খবর দেখুন