কলকাতা: নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboprosad Mukherjee) কথায়, বাংলার অন্যতম বড় ছবি হতে চলেছে ‘বহুরূপী’ (Bohurupi Bengali Movie)। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার ৷ পুজোয় মুক্তি পেতে চলেছে এই ছবি। এই প্রথম সিনেমায় প্লে-ব্যাক কোনও বহুরূপী শিল্পী। অন্য রকম গল্প বলতে এবার বাংলার বহুরূপীদের ভিন্ন ধাঁচে দর্শক দরবারে আনছেন শিবপ্রসাদ ও নন্দিতা রায় ৷’বহুরূপী’ ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশানী মুখোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী।
বুধবার সোশাল মিডিয়ায় তেমনই এক ‘বহুরূপী’র গল্প তুলে ধরেন শিবপ্রসাদ ৷ তিনি লেখেন, ইনি বহুরূপী শিল্পী। আমাদের ‘বহুরূপী’ সিনেমায় অভিনয়ও করেছেন, গানও গেয়েছেন, কথাও দিয়েছেন, সুরও করেছেন। ওঁর নাম ননীচোরা দাস বাউল। প্রথমবার কোনও বহুরূপী শিল্পী সিনেমায় প্লে-ব্যাক করলেন এবং অভিনয় করলেন। সাধারণত বহুরূপী বলতে যেটা বোঝা যায়, রং মেখে নানারকম মানুষ সেজে এরা লোকালয়ে মানুষদের মধ্যে মিশে থাকে। অনেকে বলে বীরভূমে বহুরূপীদের বেশি পাওয়া যায়। পশ্চিমবঙ্গে বহুরূপী সম্প্রদায় লোকশিল্পী। যদিও বর্তমানে আনুমানিক মোটে ১০৮ জন পড়ে আছেন। বিলুপ্তপ্রায়। ঠিক যেমন ভাবে প্রাণী বহুরূপীও বিলুপ্তির পথে। এরা লোকশিল্পী।
আরও পড়ুন: টলিউডের নারী সুরক্ষায় বিশেষ কমিটি
অভিনেতা আরও বলেন, এরা পুরাণের কথা, পঞ্চতন্ত্রের কথা, দেব-দেবীর কথা গান গেয়ে মানুষের ঘরে ঘরে বলে বেড়ান। অনেকটা কথকঠাকুরের মতন। শোনা যায় ব্রিটিশ আমলে বিপ্লবীদের ধরার জন্য ব্রিটিশ পুলিশ বহুরূপীদের ব্যবহার করত। আমাদের দেশের পুলিশও ডাকাত ধরবার জন্য বহুরূপীদের ব্যবহার করত। আমাদের সিনেমায় বহুরূপী কী ভাবে থাকবেন সেটা পর্দাতেই দেখতে পাবেন। পশ্চিমবঙ্গে আজ আর বহুরূপীরা লোকশিল্পী নন, পথের ভিখারি হয়েছেন। বাসে কোনো বহুরূপী শিল্পী উঠলে আজ তাকে নামিয়ে দেওয়া হয়। আমি চাইব ননীর গান, ননীর সুর আপনারা শুনবেন। আশা করব আপনাদের ভালো লাগবে।
দেখুন ভিডিও