কলকাতা: পুজোতে মুক্তি পেয়েছিল ‘বহুরূপী’, ‘টেক্কা’ ও ‘শাস্ত্রী’। সিনে প্রমীদের মধ্যে সাড়া জাগিয়েছে নন্দিতা-শিবপ্রসাদের ‘বহুরূপী’ (Bohurupi)। অন্তত বক্স অফিস রিপোর্ট তেমনই ইঙ্গিত দিয়েছে। ব্যবসার নিরিখে টেক্কাকে পিছনে পেলে সবথেকে বেশি এগিয়ে ‘বহুরূপী’। ৭ সপ্তাহ পার, এখনও ‘বহুরূপী’ দেখতে হলমুখী হচ্ছেন দর্শক। প্রায় ৫০ দিনের লক্ষ্যমাত্রা ছুঁতে চলল ‘বহুরূপী’। এই সাফল্যে আপ্লুত শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shivprasad Mukherjee)। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৯৭ টি প্রেক্ষাগৃহে চলছে ‘বহুরূপী’। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৯৫টি প্রেক্ষাগৃহ ও বাকি অসম, বিহার ও ঝাড়খণ্ডে। এই ছবিটির সাফল্য নিয়ে শিবপ্রসাদ বলছেন,’রক্তবীজ আমাদের সাহস দিয়েছিল। আর ‘বহুরূপী’ সাফল্য দিল।
আরও পড়ুন: সোমবারেই তৃণমূলের বড় রদ বদল? বৈঠক ডাকলেন মমতা
ছবির সাফল্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন (Shivprasad Mukherjee), আমার মনে পড়ে না আমাদের কোনও সিনেমাই সপ্তম সপ্তাহে, ৯৭টা হল নিয়ে ৫০ দিন পূর্ণ হয়েছে। এটা আমাদের কেরিয়ারে একটা মাইলফলক, একটা রেকর্ড। আমি বলব এটা অভাবনীয় ব্যাপার। বাংলার দর্শক অভূতপূর্ব সাড়া দিয়েছেন। তিনি এও জানিয়েছে, এরপরে আরও নতুন নতুন ছবি নিয়ে আসবে, নতুন গল্প বলবে উইন্ডোজ। ছবি হিট করতে কোনও অভিনেতার দরকার হয় না, প্রয়োজন শুধু ছবির বিষয়বস্তু মত পরিচালকের। ৫০ দিন পূর্ণ করায় শিবপ্রসাদ হল মালিকদেরও ধন্যবাদ জানিয়েছে। তিনি বলেন, হলমালিককে ধন্যবাদ জানাব যাঁরা বহুরূপীর এই ৫০দিনকে এভাবে উদযাপন করছেন।
অন্য খবর দেখুন