নয়াদিল্লি: একই উড়ানে (Flight) পরপর চার মহিলার শ্লীলতাহানির অভিযোগ ৭৩ বছর বয়সী ভারতীয়র বিরুদ্ধে। ধৃতের নাম বালাসুব্রমনিয়ন রমেশ (Balasubramanian Ramesh)। আমেরিকা (US) থেকে সিঙ্গাপুরগামী (Singapore) উড়ানে গত ১৮ নভেম্বর ওই ঘটনা ঘটে। ভোর থেকে ওই দিন বিকেল পর্যন্ত ১৪ ঘণ্টা জার্নিতে ওই আচরণ করেন বৃদ্ধ। সিঙ্গাপুর আদালতে তাঁর বিরুদ্ধে মামলা চলছে। একটি জাতীয় সংবাদমাধ্যম সূত্রে সোমবার রাতে এই খবর জানা গিয়েছে। সব মিলিয়ে দোষী সাব্যস্ত হলে তাঁর ২১ বছরের কারাদণ্ড হতে পারে। তবে ৫০ বছরের বেশি বয়স হওয়ায় সিঙ্গাপুরের আইন অনুযায়ী শাস্তির বিষয়ে কিছুক্ষেত্রে ছাড় পেতে পারেন তিনি।
অভিযোগ, টার্গেট করে তিনি শ্লীলতাহানি করেছেন। এক মহিলাকে চার বার শ্লীলতাহানি করেন। বাকি তিন মহিলাকে একবার করে শ্লীলতাহানি করেন। প্রতিটা শ্লীলতাহানির ক্ষেত্রে তাঁর তিন বছরের জেল, জরিমানা হতে পারে। তবে সিঙ্গাপুরের আইন অনুযায়ী শ্লীলতাহানির ক্ষেত্রে বেত্রাঘাতের শাস্তি রয়েছে। তবে বয়স ৫০-এর বেশি হলে তাঁকে বেত্রাঘাত করা হয় না।
আরও পড়ুন: আদানি গোষ্ঠীর টাকায় বিশ্ববিদ্যালয় তৈরি করবে না তেলঙ্গানা সরকার