আসানসোল: আরজি কর কাণ্ডে প্রতিবাদে নামা ডাক্তারের (Doctor) বিরুদ্ধে নাবালিকাকে (Minor) যৌন হেনস্তার অভিযোগ উঠল। গ্রেফতার (Arrest) চিকিৎসক। ধৃতের নাম রমন রাজ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিকিৎসা করার সময় ১৫ বছরের ওই নাবালিকাকে যৌন হেনস্তা করা হয়। আসানসোল মহিলা থানা পকসো ধারায় অভিযুক্তের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা করেছে। জানা গিয়েছে, ওই ডাক্তার আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। তাঁর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠাই শোরগোল পড়েছে স্থানীয় এলাকায়।
আজ, শুক্রবার আসানসোল আদালতে পেশ করা হয় ওই চিকিৎসককে। ঘটনার বিশদে জানতে পুলিশ আদালতের কাছে ৫ দিনের জন্য নিজেদের হেফাজতে নিতে আবেদন করে। কিন্তু বিচারক এক দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। আগামীকাল পুনরায় তাঁকে আদালতে পেশ করা হবে।
আরও পড়ুন: দুর্নীতির অভিযোগে গ্রেফতার বিজেপির পঞ্চায়েত প্রধান
দেখুন অন্য খবর: