বাঁকুড়া: চকোলেট ও বিস্কুটের লোভ দেখিয়ে সাড়ে তিন বছরের এক শিশুকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। বাঁকুড়ায় (Bankura) গ্রেফতার (Arrest) ওই অবসরপ্রাপ্ত রেলকর্মী। ধৃতের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া শহরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার বিকেলে বাঁকুড়া শহরেরই ওই শিশু কন্যা অন্যান্য বন্ধুদের সঙ্গে বাড়ি লাগোয়া ফাঁকা জায়গায় খেলা করছিল। সেইসময় সেখানে হাজির হয় ওই বৃদ্ধ। অভিযোগ, খেলার জায়গা থেকে শিশুকন্যাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা তাকে বাঁকুড়া সদর থানার পুলিশের হাতে তুলে দেয়। পরে শিশুকন্যার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে বাঁকুড়া জেলা আদালতে পেশ করে। নির্যাতিতা শিশুর পরিবার ও এলাকাবাসীর দাবি, এই প্রথমবার নয় একাধিকবার শিশুদের যৌন নির্যাতন করেছে ওই বৃদ্ধ। অবিলম্বে ধৃতের কঠোরতম শাস্তির দাবি তুলেছেন তাঁরা। তবে এই বিষয়ে অভিযুক্ত বৃদ্ধের বক্তব্য জানা যায়নি।
আরও পড়ুন: মর্মান্তিক! নাবালিকা প্রেমিকাকে খুন করে পুঁতে ফেলল প্রেমিক
দেখুন অন্য খবর: