সিউড়ি: জামাইষষ্ঠীর (Jamaisosthi) রাতেই স্বামীর হাতে ধারালো অস্ত্র দিয়ে নৃশংস ভাবে খুন স্ত্রী। বীরভূমের দুবরাজপুর থানার (Dubrajpur PS) পদুমা অঞ্চলের বোধ গ্রামের ঘটনা। ঘটনায় জখম হয়েছে সেই স্বামীও। সে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির জেরেই খুন বলে প্রাথমিক ধারণা পুলিশের। তদন্তে দুবরাজপুর থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
বীরভূমের সাহাপুরের বাসিন্দা রাজকুমার বাউড়ির সঙ্গে মাস চারেক আগে দুবরাজপুরের বোধ গ্রামের বাসিন্দা পদ্মা বাউরির বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকতো।
আরও পড়ুন: তৃণমূল নেতাকে মাদক খাইয়ে পিটিয়ে খুনের অভিযোগ জীবনতলায়
বুধবার জামাই রাজকুমার বাউরি জামাইষষ্ঠী করতে যায় শ্বশুরবাড়ি। রাত্রে সবাই ঘুমিয়ে ছিল। এই অবস্থায় স্বামী স্ত্রীর দ্বন্দ্ব। অভিযোগ, স্ত্রীর গলার নলি কেটে নৃশংসভাবে খুন করা হয়। ঘটনায় জখম স্বামী হাসপাতালে ভর্তি।স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মাস চারেক আগে পদ্মার সঙ্গে রাজকুমারের বিয়ে হয়। সংসারে নিত্যদিন ছিল অশান্তি। মেয়েটি তার বাপের বাড়িতেই কয়েক মাস ধরে ছিল। বুধবার জামাই ষষ্ঠী করতে যায় রাজকুমার। রাতে ঘুমন্ত অবস্থায় এধরনের নৃশংস খুনের ঘটনা ঘটে।
জখম স্বামী রাজকুমার বাউরির পরিবারের দাবি, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছে। কীভাবে খুন হল পদ্মা, আমাদের জানা নেই। আমাদের বাড়ির ছেলেও জখম হয়েছে। আমরাও চাই তদন্ত হোক। পদুমা অঞ্চলের গ্রাম পঞ্চায়েত সদস্য দীপক ডোম জানান, নৃশংসভাবে খুন হয়েছে পদ্মা বাউরি। ওদের নিজেদের মধ্যে ঝামেলা ছিল। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক। দোষী শাস্তি পাক।
আরও খবর দেখুন