নয়াদিল্লি: দীপাবলির শুভদিনেই রক্তাক্ত দিল্লি (Delhi) । রাজধানীতে ফিল্মি কায়দায় খুন করা হল এক ব্যক্তি ও সহ তাঁর ভাগ্নেকে। ঘটনায় জখম ওই ব্যক্তির ছেলে। নেপথ্যে রয়েছে এক নাবালক। রীতিমতো ভাড়াটে খুনি দিয়ে খুন করানো হয়। অভিযুক্ত কিশোর মৃতের দূর সম্পর্কের আত্মীয় বলে জানা গেছে। মৃতের নাম আকাশ শর্মা (৪৪), ১৬ বছরের ভাগ্নের নাম ঋষভ শর্মা।
প্রাথমিকভাবে খবর, অভিযুক্ত নাবালকের কাছ থেকে ৭০ হাজার টাকা ধার নিয়েছিলেন মৃত ব্যক্তি। তিনি ওই টাকা আর ফেরত দেননি। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্যক্তি তাঁর ভাগ্নেকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে দীপাবলি উদযাপন করছিলেন। সেই সময় আচমকা তাঁদের উপরে গুলি চলে। ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। দিল্লির শাহদারা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ১৭ বছরের এক নাবালককে আটক করা হয়েছে। যে টাকা উদ্ধারের জন্য একজন ভাড়াটে খুনি ভাড়া করেছিল।
আরও পড়ুনঃ সাত বছরের শিশুকে ধর্ষণ করে খুনে মৃত্যুদণ্ডের সাজা
শাহদারার ফরশ (Delhi Shahdara) বাজারে বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ এই ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি তাঁর ছেলে ও ভাগ্নেকে নিয়ে দীপাবলি উদযাপনে ব্যস্ত। এক কিশোরকে একটি বাইক নিয়ে আসতে দেখা যায়। এসে আকাশ শর্মার পা ছুঁয়ে প্রণাম করে সে, তখন তার পাশেই দাঁড়িয়ে ছিল ভাড়াটে খুনি। ঠিক তখনই বন্দুক থেকে শর্মার দিকে তাক করে পর পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। মৃত্যু হয় ৪৪ বছরের আকাশ শর্মার। ভাগ্নে ছুটে পালাতে গেলে, তার গায়ে গুলি লাগে। মৃত্যু হয়েছে ঋষভের। আহত হয়েছে আকাশের দশ বছরের ছেলে ক্রিশ।
পুলিশ জানিয়েছে, আকাশ শর্মাকে একমাস আগে অভিযুক্ত কিশোর ৭০ হাজার টাকা ধার দিয়েছিল। কিন্তু কিছুতেই টাকা ফেরত দিচ্ছিলেন না আকাশ। আর ফোন করলে ফোনও ধরছিলেন না। প্রায় ১৭ দিন আগে আকাশকে খুনের পরিকল্পনা করে ওই কিশোর।
ওই নাবালকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। মৃত আকাশ শর্মা ও তার ভাই যোগেশ শর্মার নামে থানায় খুন, ধর্ষণ সহ একাধিক মামলা দায়ের আছে।
দেখুন অন্য খবরঃ