মালদহ: ফের উত্তপ্ত কালিয়াচক (Kaliachak)। জানা গিয়েছে, মোজমপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ এক টোটো চালক (Toto Driver)। গুলিবিদ্ধ ওই টোটো চালকের নাম আমির শেখ। তার বাড়ি কালিয়াচক থানা এলাকার গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পীরপাড়ায়। আমিরের পরিবার সূত্রে খবর, আমির বাজার করে আনুমানিক সাড়ে আটটা নাগাদ কালিয়াচকের দিকে আসছিল। সেই সময় মোজমপুর স্ট্যান্ডে দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ শুরু হয়। তারই মাঝে পড়ে যায় আমির।
সেই সময় গুলি লাগে আমিরের বুকে। তাঁর বাবা নজরুল শেখ জানিয়েছেন, গুলিবিদ্ধ অবস্থাতেই বাড়িতে বিষয়টি জানায়। তড়িঘড়ি বাড়ির লোকেরা আমিরকে উদ্ধার করে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় আমিরকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে (Malda Medical Collage hospital) স্থানান্তর করা হয়। কিন্তু পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি নার্সিংহোমে আপাতত ভর্তি করেছে।
আরও পড়ুন: বচসার জেরে সহকর্মীর গুলিতে মৃত্যু জওয়ানের, চাঞ্চল্য মুর্শিদাবাদে
জানা গিয়েছে, আমিরের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। সেই পরিবারে একমাত্র রোজগেরে। তবে তাঁর পরিবারের দাবি, যে বা যারা আমিরকে গুলি করেছে, তাদের উপযুক্ত শাস্তির হওয়া দরকার। আমিরের পরিবার কালিয়াচক থানায় অজ্ঞাত পরিচয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এদিকে কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরীর নেতৃত্বে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে।
কে বা কারা গুলি চালাল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে দুস্কৃতিদের খোঁজে তল্লাশি চলছে। এবং গোটা ঘটনার তদন্ত করছে কালিয়াচক থানার পুলিশ।
দেখুন অন্য খবর