নয়াদিল্লি: ইরানের মাটিতে পরমাণু বোমার সন্দেহে উদ্বিগ্ন পশ্চিমা বিশ্ব। ইরানের তেল ক্ষেত্রে হামলা হলে তেহরান যে বসে থাকবে না সেটা আঁচ করছে সবাই। আমেরিকার বন্ধু বলে পরিচিত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডন, ওমানের মতো দেশগুলোর গলফ অঞ্চল ইতিমধ্যে ইরানের হুমকি পেয়েছে। ইরানের তেল স্থাপনায় হামলা হলে গলফ অঞ্চলের তেল স্থাপনায় আঘাত করবে তারা। আগুন লাগিয়ে দেওয়া হবে সৌদি আরবের তেলের খনিতে। উপসাগরীয় অঞ্চলগুলো থেকে তেলের ঘাটতি হলে সবচেয়ে বিপদে পড়বে পশ্চিমের দেশগুলোই। ইতিমধ্যে সৌদি আরবের যুবরাজের সঙ্গে ইরানের বিদেশমন্ত্রীর বৈঠক হয়েছে। সেখানে সৌদি আরবকে সতর্ক করল ইরান।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)