মুম্বই: রাহুল মোদির সঙ্গে তার সম্পর্ক নিয়ে চর্চায় রয়েছে শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)। এর মধ্যে প্যান্টস্যুটে ধরা দিলেন সুন্দরী শ্রদ্ধা। ফ্যানেদের জন্য নিজে ইনস্ট্রাগ্রাম পেজে সেই ছবি শেয়ার করেছেন। শ্রদ্ধা বৃহস্পতিবার, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে তাকে আকর্ষণীয় দেখাচ্ছে। ছবিতে ফ্লোরা প্যান্টসুটের সঙ্গে একটি ক্রোশেট ব্র্যালেট পড়ে থাকতে দেখা গিয়েছে। হালকা পিঙ্ক রঙের একটি প্যান্টস্যুটে শ্রদ্ধা। তাঁর জমকালো পোশাকে মোহময়ী লাগছে অভিনেত্রীকে৷ পোশাকের সঙ্গে মানানসই হালকা মেকআপ বেছে নিয়েছেন। সঙ্গে মানানসই গয়না দিয়ে নিজের সাজ কমপ্লিট করেছেন। ছবির ক্যাপশন লিখেছেন, “কে বৃষ্টি পছন্দ করে? শ্রদ্ধা ‘স্ত্রী 2’ নিয়ে ফিরে আছেন।
View this post on Instagram