মুম্বই: চলতি মাসের ৫ তারিখ দেশ ব্যাপী রিলিজ হতে চলেছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। আর এবার ‘পুষ্পা ২’ র জনপ্রিয় গান শামে গানের গায়িকা শ্রেয়া ঘোষাল বানালেন রিল। সাথে ছিলেন শামে নাচের করিওগ্রাফার গণেশ আচার্যা। দেখুন সেই ভিডিও
View this post on Instagram
আরও পড়ুন: বাবা-মায়ের সঙ্গে ফুটবল ম্যাচে রাহা, ভাইরাল কিউট ভিডিও
চলতি বছরের প্রথম থেকেই প্রশ্ন দেখা দিচ্ছিল দর্শকমণ্ডলির মনে কবে আসতে চলেছে জনপ্রিয় দক্ষিণী সিনেমা পুষ্পার সিক্যুয়েল। প্রথমে শোনা যায় ১৫ অগাস্ট মুক্তি পাবে দক্ষিণি তারকা আল্লু অর্জুনের জনপ্রিয় সিনেমা পুষ্পার সিক্যুয়েল ‘পুষ্পা ২’। তবে তার আগেই নেট দুনিয়ায় প্রকাশ্যে আসে শামে গান। উল্লেখ্য, এর আগে পুষ্পার সময় জনপ্রিয়তার শীর্ষে ওঠে শামে গান। এবার তারই সিক্যুয়েল গান বেড়য় ‘পুষ্পা ২’ মুভির জন্য। সেই গানের জনপ্রিয় পোজের সাথে এবার তাল মেলালেন শামে গানের গায়িকা শ্রেয়া ঘোষাল। সঙ্গে ছিলেন নাচের করিওগ্রাফার গণেশ আচার্যা। ইতিমধ্যেই নেট দুনিয়ায় এখন ফেমাস এই গানের আইকনিক সিগমা স্টেপ। ইতিমধ্যেই বহু দর্শক এই গানের তালে রিল বানিয়েছেন। আর এবার চলতি সপ্তাহে ‘পুষ্পা ২’ রিলিজের আগে খুশ মেজাজে দেখা গেল গায়িকা শ্রেয়া ঘোষালকে। এমনকি জানান ৫ ডিসেম্বর ‘পুষ্পা ২’ রিলিজের জন্য তিনি এক্সসাইটেডও।
দেখুন অন্য খবর