কলকাতা: বহুরূপীর হাত ধরে ফের একবার বড়পর্দায় জুটি বেঁধেছেন আবির চট্টোপাধ্যায় ( Abir Chatterjee ) ও ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। প্রকাশ পেল বহুরূপীর (Bohurupi) নতুন গান ‘আজ সারা বেলা’। এর আগে তাদের একসঙ্গে ফাটফাটিতে দেখা গিয়েছিল। এবার এই জুটিকে দেখা গেল বহুরূপীর নতুন গানে। বহুরূপীর নতুন গানে ফুটে উঠেছে পরী ও সুমন্তর মধ্যকার রয়াসন। দীর্ঘদিন ৬ মাস পর অনুপমের কম্পোজিশনে গান গাইলেন শেয়া ঘোষাল।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল বহুরূপীর নতুন গান শিমূল পলাশ। এই গানে দর্শক পেয়েছে নতুন জুটি শিবপ্রসাদ-কৌশানীকে। তাদের রোমান্স মুগ্ধ করেছে সকলকে। রোম্যান্টিক মুডে ধরা দিলেন আবির-ঋতাভরী। পরী ও সুমন্তর সম্পর্কের রসায়ন ও মিষ্টতা ফুটে উঠেছে এই গানে। পরী বলেছে সে স্বামী ছাড়া কিছুই জানে না। গানে সেই গল্প ধরা পড়েছে। গোটা গান জুড়ে ধরা পড়েছে পরীর অপেক্ষার গল্প, তার স্বামীর ঘরে ফেরার অপেক্ষা। দুজনের কেমিষ্ট্রি জমে ক্ষীর ৷ অ্যাকশন থ্রিলার এই ছবিতে আবির-ঋতাভরী গান ভালোবাসার ছোঁয়া লাগিয়েছে। অনুপম রায়ের কথায় এবং সুরে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল ৷ এই গানের নিয়ে শ্রেয়া বলেন, “সহজ কথায় বলতে গেলে এটি একটি সুন্দর গান। গানটির কথা ও সুরও আমার বেশ পছন্দের। তার উপরে গানটি সুন্দরভাবে ভিজ্যুয়ালাইজ করা হয়েছে। গানে এমন একটি মেয়ের কথা তুলে ধরা হয়েছে, সে তার প্রেমের জন্য অপেক্ষা করছে। আমার মনে হয় এই গানের প্রত্যেকটা কথা দর্শকের মন পর্যন্ত পৌঁছে যাবে।
View this post on Instagram
অন্য খবর দেখুন