কলকাতা: প্রদেশ কংগ্রেস সভাপতির(Pradesh Congress President) পদে বসেছেন শুভঙ্কর সরকার(Shubhankar Sarkar)। সামনে পাঁচ জেলায় ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন(By-elections)। এই ৬টি কেন্দ্রে এবার এককভাবে লড়াই করছে কংগ্রেস। তাই বাড়তি দায়িত্ব রয়েছে শুভঙ্করের কাঁধে।
ভোটের প্রাক্কালে ওই ৬টি নির্বাচন কেন্দ্রেই সফর সারবেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তবে প্রচারে শুভঙ্করের প্রধান লক্ষ্য কংগ্রেসের জমি শক্ত করা। তাই বামফ্রন্টকে আক্রমণ না করে তিনি নিজের দলের দিকে মনোনিবেশ করেছেন।
আরও পড়ুন:উত্তরাখণ্ডে যাত্রীবোঝাই বাস পড়ল খরস্রোতা নদীতে
দিল্লিতে ব্যক্তিগত সফর সেরে ফিরেই তিনি হাড়োয়ার গোঁসাইপুরে প্রাথমিক স্কুলে রবিবার কংগ্রেসের কর্মিসভায় উপস্থিত ছিলেন। পরে তিনি যান গোঁসাইপুরে নতুন বাজারে। সেখানে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হাবিব রেজা চৌধুরীর সমর্থনে প্রচার সারেন তিনি। বর্তমান সময়ে রাজ্যে নারী ধর্ষণ, নিগ্রহের ঘটনাকে সামনে এনে শাসকদলকে আক্রমণ শানান তিনি।
একই সঙ্গে তিনি বলেন, কংগ্রেস আমলে নানা শহরে যেখানে কারখানা ছিল, সেখানে বহুতল উঠেছে। শুভঙ্কর সরকার বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিকল্প হিসেবে কংগ্রেসকে সুযোগ দেওয়ার আহ্বান জানান। শুভঙ্কর বলেন, উপনির্বাচনে ৬টি বিধানসভা কেন্দ্রেই যাব। প্রতি কেন্দ্রে কর্মিসভা ও মিছিল করার পরিকল্পনা আছে।
উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর জায়গায় স্থলাভিষিক্ত হন শুভঙ্কর সরকার। কংগ্রেসের সাংগঠনিক অবস্থা চাঙ্গা করতে শুভঙ্করকে এই পদে বসানোর সিদ্ধান্ত নেয় হাইকমান্ড। ২০২৬ সালে বিধানসভা ভোট। তার আগে শুভঙ্করের কাছে বড় চ্যালেঞ্জ এই পদ। তিনি কতটা এই পদের দায়িত্ব পালন করতে পারবেন কতটা সংগঠনকে মজবুত করতে পারবেন তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে।
রাজনীতিবিদদের মতে শুভঙ্কর একজন দক্ষ রাজনীতিবিদ। ২০২৪ সালের ৩০ আগস্ট তিনি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। এছাড়াও মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি ও মিজোরাম প্রদেশ কংগ্রেস কমিটির স্টেট ইন চার্জের দায়িত্বে সামলেছেন তিনি। তাই এবার বাংলায় শুভঙ্করের সাংগঠনিক নেতৃত্বের উপরেই ভরসা হাইকমান্ডের।
দেখুন অন্য খবর: