skip to content
Friday, January 17, 2025
HomeScrollশিলিগুড়ির হোটেলে বাংলাদেশিদের 'নো এন্ট্রি'

শিলিগুড়ির হোটেলে বাংলাদেশিদের ‘নো এন্ট্রি’

মালদহর পথেই হাঁটল শিলিগুড়ি

Follow Us :

শিলিগুড়ি : আগেই মালদার হোটেলে বাংলাদেশি নাগরিকদের জন্য ‘নো এন্ট্রি’ জারি হয়েছে। মালদহর পথেই হাঁটল উত্তরবঙ্গের আরও একটি শহর শিলিগুড়ি। এবার শিলিগুড়িতে বন্ধ হল হোটেলের দরজা। জানাল গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান ।

৯ ডিসেম্বর শিলিগুড়িতে একটি সাংবাইক বৈঠকে এমনটাই ঘোষণা করেন সংগঠনের সদস্যরা। ভারতকে অসম্মান করায় এই সিদ্ধান্ত বলে জানান তাঁরা। বাংলাদেশের সংখ্যালঘু নিপিড়নের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত এই সিদ্ধান্তে বহাল থাকবেন হোটেলের মালিকরা।

আরও পড়ুন : মন্দারমণির অবৈধ হোটেলগুলি ভাঙার নির্দেশিকায় স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি

প্রসঙ্গত, টি টিম্বার আর ট্যুরিজমের শহর শিলিগুড়িতে প্রতি বছরই বহু বাংলাদেশি নাগরিক প্রবেশ করে। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি চিকিৎসা বা বিভিন্ন কাজের সূত্রে শিলিগুড়িতে আসেন বহু বাংলাদেশি নাগরিক। বর্তমান পরিস্থিতির জন্য এভাবে রোষের মুখে বাংলাদেশি নাগরিক।

একদিকে, বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা। অপরদিকে, গ্রেফতার হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। এমনকি ভারতের পতাকাকেও অবমাননা করা হয়েছে। যে কারণে ক্ষুব্ধ ভারতবাসী। এ প্রসঙ্গে, স্থানীয় হোটেল মালিকদের একটি সংগঠন জানিয়েছেন, আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশি কোনও নাগরিক শিলিগুড়িতে থাকতে পারবেন না। ৯৭% ব্যবসায়ী এই সিদ্ধান্তে সহমত হয়েছেন।

দেখুন আরও খবর :

RELATED ARTICLES

Most Popular