কলকাতা: মুক্তির আগেই তোলপাড় ফেলল ‘ভুলভুলাইয়া ৩’ (Bhulbhulaiya 3) ও ‘সিংহাম এগেইন’ (Singham Again)। ইতিমধ্যেই অগ্রিম বুকিংয়ে রেকর্ড সৃষ্টি করেছে এই দুই সিনেমা। বক্সঅফিসে একে অপরকে টেক্কা দিতে দিতেই কার্তিক আরিয়ান ও অজয় দেবগনের সিনেমাকে নিষিদ্ধ ঘোষণা করল সৌদি আরব।
আরও পড়ুন: দিন গোনা শুরু, আসছে পঞ্চায়েত সিজন ৪
সৌদি আরবে মুক্তি পাবে না ‘সিংহাম এগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’! আচমকা কেন এমন সিদ্ধান্ত নিল দেশটির প্রশাসন? সূত্রের খবর, দুটি সিনেমাই নৃশংসতা ও যৌনতায় ভরপুর। বলিউডের এই দুই সিনেমার পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আমরণ’কেও নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি।
এদিকে ‘সিংহাম এগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’ নিয়ে ভারতের সিনেমাপ্রেমীরা। শো বাড়িয়ে কোনও লাভ হয়নি। আগেভাগে টিকিট শেষ। বলার অপেক্ষা রাখে না মুক্তির প্রথম দিনেই যে প্রেক্ষাগৃহ উপচে পড়বে। জানা গিয়েছে , প্রথমদিনে দুটি সিনেমা প্রায় কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।
দেখুন আরও খবর: