কলকাতা: দীপাবলিতে বলিউডের বক্স অফিসে মুক্তি পেয়েছে একদিকে ভুলভুলাইয়া ৩ অন্যদিকে সিংঘম এগেন (Singham Again)। মুক্তির ৪ দিনের মাথায় ১০০ কোটির ক্লাবে পৌঁচ্ছে ‘ভুলভুলাইয়া ৩। পিছিয়ে নেই অজয় দেবগণ-রোহিত শেট্টির ব্লকবাস্টার জুটি। প্রথম সপ্তাহান্তে রুহ বাবা এবং মঞ্জুলিকাকে পিছনে ফেলেছিলেন ‘সিংঘম’ অজয় দেবগণ। তিন দিনেই ভারতের বক্স অফিসে ১২০ কোটির গণ্ডি পেরিয়েছে সিংঘম। হিসাব অনুযায়ী, ভুল ভুলাইয়া ৩ এখনও পর্যন্ত দেশের বক্স অফিসে ১২৩.৫ কোটি টাকা সংগ্রহ করেছে। সোমবার ১৩০ কোটি ছাড়িয়েছে সিংঘম এগেন। প্রথম সোমবার রোহিত শেট্টির ছবির আয় ১৬.২৪ কোটি টাকা। মুক্তির প্রথম দিনে এই ছবির আয় ছিল ৪৩.৫ কোটি টাকা। দ্বিতীয় ও তৃতীয় দিনে ৪২.৫ কোটি ও ৩৫.৭৫ কোটি আয় করেছে এই ছবি। এখনও পর্যন্ত ছবির কালেকশন ১৩৭.৯৯ কোটি টাকা।
আরও পড়ুন: আন্দাজ আপনা আপনা-র ৩০ বছর
১০০ কোটি গন্ডি ছুঁয়ে ‘সিংঘম এগেইন’ মাইলফলক তৈরি করেছে। এই খবরের উচ্ছ্বসিত রোহিত শেঠি (Rohit Shetty)। এনিয়ে তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে ‘সিংহাম এগেইন’ এর পোস্টারের সামনে হাসি মুখে রোজ দিচ্ছেন। মুখে দেখে মনে হচ্ছে স্বস্তির হাসি। তিনি লিখেছেন, “সিংহাম এগেন সেই ছবি যে সব থেকে কম সময় 100 কোটির গন্ডি পার করেছে। এই ছবিকে ভালোবাসা দেওয়ার জন্য দর্শকদের আপনাকে ধন্যবাদ এবং ভালবাসা।
View this post on Instagram
অন্য খবর দেখুন