কলকাতা: ‘সিঙ্ঘম এগেন’ ট্রেলার (Singham Again Trailer) এল প্রকাশ্যে। এবার যেন রামায়নের গল্পই ধরা পড়ল ছবির ট্রেলারে। নয়া সংযোজনে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone ) ও টাইগার শ্রফ, অর্জুন কাপুর। অর্জুন কপূর ওরফে ‘ডেঞ্জার লঙ্কা’র কবলে করিনা। তাকে ছাড়ে লঙ্কায় যাবেন রাম অর্থাৎ অজয় দেবগন। অ্যাকশনে ভরপুর এই ছবির ট্রেলারেই মিলল রঙিন ঝলকে দেখা মিলল পৌরাণিক ছোঁয়া, সঙ্গে পরিচিত হাস্যরসও।
আরও পড়ুন: বড় হচ্ছে পরিবার, দ্বিতীয়বার মা হওয়ার কথা জানালেন অভিনেত্রী
এই ছবি অশুভকে হারিয়ে শুভ শক্তির জয়ের গল্প বলবে। সিঙ্ঘম ওরফে অজয় দেবগণকে দেখা যাবে রাম হিসেবে, রণবীর সিংহকে দেখা যাবে হনুমান হিসেবে এবং লক্ষ্মণ হিসেবে টাইগার শ্রফ। এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে জ্যাকি শ্রফেরও। অবনী কামাতের চরিত্রে ফিরছেন করিনা কপূর খান। ট্রেলারের শুরুতেই দেখা যাবে অজয় সঙ্গে বসে ছেলেকে বলছেন কীভাবে ৩০০০ কিমি পাড়ি দিয়ে শ্রীলঙ্কা পৌঁছে সীতাকে উদ্ধার করেছিলেন রাম।
অন্য খবর দেখুন